Uttar Dinajpur : স্বপ্ন যখন সত্যি, উত্তর দিনাজপুর থেকে সোজা বলিউডে পাড়ি ৩ নৃত্যশিল্পীর – north dinajpur three dancer going to bollywood


West Bengal News : এ যেন একেবারে স্বপ্ন সত্যি হওয়া! উত্তর দিনাজপুর থেকে এবার বলিউডের রাস্তায় পাড়ি দেবেন তিন যুবক। এবারে বলিউডের ছবিতে গানের দৃশ্যে কো-ডান্সার হিসেবে দেখা যাবে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার ৩ যুবককে। যাকে ঘিরে খুশীর আবহ তাদের পরিবার এবং পরিজনদের মধ্যে।

একেবারে নিম্ন মধ্যবিত্ত ঘরের এই ৩ নৃত্যশিল্পীর এই উড়ান একদিনে সম্ভব হয়নি। স্বপ্ন সফল হওয়ার পিছনে রয়েছে কঠোর পরিশ্রম। বহু স্ট্রাগলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়েছে গোবিন্দ, হৃদয় এবং জয়কে।

Lottery Sambad: এক টিকিটেই কোটিপতি! রাতারাতি লটারি জিতলেন সাইকেল মিস্ত্রি
রায়গঞ্জের ইন্দিরা কলোনীর বাসিন্দা গোবিন্দ মল্লিক। তার বাবা পেশায় রিক্সা চালক। অন্যদিকে অপর ২ জন হেমতাবাদের বাসিন্দা হৃদয় অধিকারী এবং কুনোরের বাসিন্দা জয় রায়। তারাও একেবারেই নিম্ন মধ্যবিত্ত ঘর থেকেই শুরু করেছিলেন স্বপ্নের উড়ান।

সম্প্রতি তারা ৩ জনই কৌশিক কর পরিচালিত বলিউডের নতুন ছবি ‘ছিপকলি’-র একটি গানের দৃশ্যে কো-ডান্সার হিসেবে কাজ করেছেন। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা যশপাল শর্মা। এই ছবিতে শানের গাওয়া ‘জিন্দা হু ম্যায়’ গানে মূল নৃত্যশিল্পী হিসেবে পারদর্শীতা দেখিয়েছেন রায়গঞ্জের গোবিন্দ।

B.Ed Exam 2023 : দেড় ঘণ্টা বাদে শুরু পরীক্ষা, চূড়ান্ত অব্যবস্থা ঘিরে বিক্ষোভ রায়গঞ্জের কলেজে
অন্যদিকে স্নিগ্ধজিৎ ভৌমিকের কন্ঠে ‘তোমার ঘরে বসত করে’ গানটির দৃশ্যে কো-ডান্সারে ভূমিকায় রয়েছেন বাকী ২ তরুন তুর্কী। ছবির শ্যুটিং হয়েছে বহরমপুরে। গোবিন্দ জানান, “একসময় কম্পিউটার শেখার জন্য দাদার দেওয়া ৩০০ টাকা নিয়ে নাচের প্রশিক্ষণ কেন্দ্র ভর্তি হয়েছিলেন। তারপর ধীরে ধীরে এগিয়ে যাই মূলস্রোতে। অভাবের সংসারে নিজের এই নাচের ইচ্ছেটিএ নিয়ে যতদূর সম্ভব এগিয়ে যেতে চাই।”

আগামীতে প্রতিষ্ঠিত কোরিও গ্রাফার হতে চান গোবিন্দ। এদিকে ছেলের সাফল্যে আপ্লুত গোবিন্দর মা শিখা মল্লিক। তিনি ছেলের আরও বৃহত্তর সাফল্য কামনা করেছেন। অন্যদিকে একই ভাবে নিজেদের স্বপ্ন উড়ানের কথা জানিয়েছে জয় ও হৃদয়। তারাও স্বয়ংসম্পূর্ন কোরিওগ্রাফার হতে চান তারা।

Barsoi-Radhikapur Railway : বারসই-রাধিকাপুর রেলপথের বৈদুতিকরণের কাজ শুরু, খুশি রায়গঞ্জবাসী
হৃদয় অধিকারী বলেন, “এই সুযোগ যখন হাতে আসে, তখন ঠিক বিশ্বাস করে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল স্বপ্ন দেখছি না তো! যাই হোক, এরপর আরও ভালো ভালো কাজ করার ইচ্ছে রয়েছে।”

পাশাপাশি উদীয়মান শিল্পীদের মনোবল চাঙ্গা করা বার্তাও দিয়েছেন তিনি। এখন ছবির শুভমুক্তির অপেক্ষায় উত্তেজনার পারদ চড়ছে ৩ নৃত্যশিল্পীর মনে। মুখিয়ে আছেন জেলার দর্শকরাও। এই ৩ জন কৃতি সন্তানের মাধ্যমে দেশের কাছে জেলার নাম উজ্জ্বল হোক, চাইছেন সকলেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *