Balurghat News : ‘প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কাটি’, বিতর্কের মধ্যে মুখ খুললেন তৃণমূলে যোগ দেওয়া মহিলারা – balurghat tmc joining process creates controversy


BJP-তে যোগদানের পর তৃণমূলে প্রত্যাবর্তন করতে চেয়েছিলেন চার মহিলা। এরপর প্রায় এক কিলোমিটার দণ্ডি কেটে তৃণমূল কার্যালয়ে গেলেন তাঁরা! শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরে। জানা গিয়েছে, দণ্ডি কেটে তৃণমূলের কার্যালয়ে আসার পর তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী।

TMC Joins BJP : পঞ্চায়েতের আগে বড় ধাক্কা, তপনে TMC ছেড়ে BJP-তে ২০০ মহিলা কর্মী
এদিকে এই দৃশ্য সামনে আসার পরেই তুমুল আলোড়ন পড়েছে রাজ্য রাজনৈতিক মহলে। এক যোগদানকারী জানান, BJP-তে যোগদান করার পরেই তাঁরা নিজের ভুল বুঝতে পেরেছেন। তাই তা শুধরে নিতে দণ্ডি কেটে জেলা কার্যালয়ে এসে তারা তৃণমূলে যোগদান করেছেন। তাঁদের আরও দাবি, এই জন্য কেউ তাঁদের উপর চাপ সৃষ্টি করেনি।

অন্যদিকে, এই ঘটনায় সরব গেরুয়া শিবির। BJP-র মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য দাবি করেছেন, প্রলোভন দেখিয়ে ওই মহিলাদের দলে যোগদান করানো হয়েছে।

Purna Das Baul Son : BJP-তে যোগ শিল্পী পূর্ণদাস বাউলের ছেলের, লড়বেন পঞ্চায়েত নির্বাচনে?
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার গোফানগর গ্রাম পঞ্চায়েতের বাদ সনকইর এলাকায় প্রায় ২০০ জন মহিলা তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেছিলেন। BJP-তে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য, বিধায়ক বুধরাই টুডু। এরপরেই রাজ্য ও জেলা মহিলা তৃণমূল নড়েচড়ে বসে।

স্থানীয় তৃণমূলের দাবি, BJP-তে যোগদান করা চারজন তৃণমূলে ফিরতে চেয়েছিলেন। আর সেই কারণে তাঁদের ফিরিয়ে নেওয়া হয়। শুক্রবার তাঁরা বালুরঘাট শহরের কোর্ট মোড় থেকে দণ্ডি কাটতে তৃণমূলের জেলা কার্যালয়ে যান এবং সেখানেই তাঁরা সবুজ শিবিরে যোগদান করেন।

TMC Joining : একদিনের মধ্যেই উলটপুরান! ভেটাগুড়িতে তৃণমূলে যোগ ৩০০ BJP কর্মীর
এই চারজনের মধ্যে এক মহিলা দাবি করেন, তাঁদের ভুল বুঝিয়ে BJP-তে যোগদান করানো হয়। BJP-তে যোগদানের পর তাঁরা ঘুমোতে পারেননি। আর সেই ভুল বুঝতে পেরেই তাঁরা দণ্ডি কেটে তৃণমূলে যোগদান করেন। এই বিষয়ে মহিলা তৃণমূল জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী জানান, যে যোগাদান BJP করিয়েছে তাঁরা আগে থেকেই গেরুয়া শিবিরের হয়ে কাজ করতেন।

Kiran Kumar Reddy BJP : অ্যান্টনিপুত্রের পর অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে কিরণ কুমার রেড্ডি
অন্যদিকে, গোটা বিষয়টি প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা BJP-র সভাপতি স্বরূপ চৌধুরী জানান, চাপ দিয়ে ২০০ জনের মধ্যে মাত্র তিন চারজনকে ফিরিয়ে নিয়ে যেতে পেরেছে তৃণমূল। যেভাবে মহিলাদের দণ্ডি কাটানো হয়েছে তা লজ্জাজনক, মন্তব্য তাঁর। এই বিষয়টি নিয়ে মহিলা কমিশনের দ্বারস্থ হতে চেয়েছেন তিনি। সরব হয়েছেন রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদারও।

এদিকে এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার বলেন, “কাদের যোগদান করানো হচ্ছে তৃণমূলে তা আমাদের জানানো হয়নি। পুরো বিষয়টিতে দলকে অন্ধকারে রাখা হয়েছে। দলে যদি যোগদান করাতে হয় সেক্ষেত্রে তা জানাতে হবে।”

Arjun Singh Raju Jha : ‘লতিফকেও সরিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে’, ‘কয়লা মাফিয়া’ রাজু ঝায়ের বাড়ি গিয়ে বিস্ফোরক অর্জুন সিং
দণ্ডি কাটা প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টি খতিয়ে দেখতে হবে। তৃণমূল কংগ্রেসের এই ধরনের কোনও নিয়ম নেই যে দন্ডি কেটে দলে যোগদান করতে হবে। যদি কেউ করে থাকে সেক্ষেত্রে তা অন্যায় করেছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *