Bardhaman Accident : জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর ভ্যানে ধাক্কা লরির, দুর্ঘটনায় মৃত ২ – bardhaman road accident 2 injured and 2 died


West Bengal News : সপ্তাহের শেষ দিনে ভোর বেলা ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল পূর্ব বর্ধমান জেলায়। ১৯ নং জাতীয় সড়কের মিরছোবা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের, আহত হয়েছেন আরও ২। এদিকে, দুর্ঘটনার পরে দীর্ঘক্ষণ রাস্তায় মৃতদেহ পরে থাকলেও পুলিশ আসেনি এই অভিযোগে স্থানীয়রা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন ও মৃতদেহ তুলতে বাধা দেন পুলিশকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার ভোরে একটি মোটরভ্যানে করে ৪ জন দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন।

Bardhaman News : ‘আন্ডারপাস না হলে ৬ লেনের রাস্তা উদ্বোধন হবে না’, হুঁশিয়ারি BJP সাংসদের
হঠাৎ দুর্গাপুর অভিমুখিই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে ওই মোটরভ্যানটিকে। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। অপর ২ জন গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার পর একাধিকবার পুলিশকে ফোন করা হয়।

Chingrighata Accident: ফের দুর্ঘটনা চিংড়িঘাটায়, গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বাসের
তা সত্ত্বেও প্রায় দেড় ঘন্টা পর পুলিশ আসে। প্রতিবাদে তারা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন ও দেহ তুলতে বাধা দেন। অবরোধের জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ১৯ নং জাতীয় সড়কে। পরে পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

Howrah Accident Today : লোহার রড বোঝাই ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল গোডাউনে, জখম চালক
এই দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, “ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে। যেখানে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে, সেখানেই আমি ছিলাম। মোটরভ্যানটি ঠিকঠাক নিয়ম মেনেই জাতীয় সড়কে যাচ্ছিল। কিন্তু ওই লরিটিই দ্রুতগতিতে বেপরোয়া ভাবে সড়কের ওপর চলছিল।

Paschim Medinipur Accident : মনসা মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় পিকআপ ভ্যান উলটে দুর্ঘটনা, জখম ১৫
সেটাই হঠাৎ করে তীব্র গতিতে এসে মোটরভ্যানটিকে ধাক্কা মারে। তাতেই মোটরভ্যানটিতে থাকা সবাই ছিটকে পড়েন। আমরা তাড়াতাড়ি ছুটে গিয়েই বুঝতে পাড়ি, ২ জন মারা গিয়েছেন”। আর এক স্থানীয় বাসিন্দা পুলিশের দিকে অভিযোগে আঙুল তুলে বলেন, “এই দুর্ঘটনা ঘটার পরেই আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই।

Medinipur Road Accident : ঘাটালে যাত্রী বোঝাই ২ বাসের ধাক্কা, রেষারেষিতে আহত শিশু সহ ৩
কিন্তু পুলিশ কেন আসতে এত দেরি করল, এটাই আমাদের প্রশ্ন। পুলিশ দেরিতে আসার ফলে বাকি আহত ২ জনের প্রাণ সংশয় হতে পারে। এই কারনেই আমরা বিক্ষোভ দেখিয়েছি”। উল্লেখ্য, স্থানীয়রা বলছেন, ১৯ নম্বর জাতীয় সড়কের এই এলাকা যথেষ্ট দুর্ঘটনা প্রবণ। মাঝে মধ্যেই ছোট বড় দুর্ঘটনা হয় এখানে। অথচ পুলিশ বা প্রশাসনের কোনও হোলদোল নেই যে এখানে একটি ট্রাফিক পিকেট বসানোর বা যান চলাচল নিয়ন্ত্রন করার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *