Covid Update West Bengal : সংখ্যায় কম, তবে বঙ্গেও করোনা বাড়ছে লাফিয়ে! – covid cases are increasing in west bengal


এই সময়: সারা দেশে তো বটেই। বাংলাতেও করোনা-বৃদ্ধির প্রবণতা একই। মাত্র এক সপ্তাহে দৈনিক আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হলো দু’ক্ষেত্রেই। শুধু ফারাক হলো, দেশে আক্রান্তের সংখ্যাটা অনেক বড়। তুলনায় রাজ্যে সামান্য। করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী গোটা দেশজুড়েই। কিন্তু সেই বৃদ্ধির গতি সর্বত্র সমান নয়। মূলত ঋতু পরিবর্তনের সময়ের তারতম্য এবং টেস্টিংয়ে সংখ্যার ফারাকে এই বৃদ্ধি কোথাও খুব কম, কোথাও খুব বেশি বলে মনে করছেন চিকিৎসকরা।

Covid Update In West Bengal : সংক্রামিত কম, বাংলায় চিন্তা সংক্রমণের হারই, ৬ মাসে দেশে সর্বাধিক আক্রান্ত বুধবার
বিশেষজ্ঞদের মতে, বিলম্বিত হাওয়া বদলের কারণে দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশই বর্তমানে দেশের কোভিড সংক্রমণের ভরকেন্দ্র। বাংলায় আগেই ঋতুবদল হয়ে যাওয়ায় এবং সে সময়ে করোনার বদলে অ্যাডিনো ও ফ্লু ভাইরাস বেশি সক্রিয় থাকায় এ রাজ্যে বাড়লেও এখনও চিন্তায় ফেলেনি করোনা।

India Covid Update : দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী XBB.1.16, দাবি বিশেষজ্ঞদের
এরই মধ্যে সারা দেশের করোনা সংক্রমণ গত সাত মাসের রেকর্ড ভেঙেছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, গত ১৬ সেপ্টেম্বেরের পর এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ছ’হাজারের গণ্ডি টপকে ফেলেছে (৬,০৫০) দেশে। একদিনে ১৬% বৃদ্ধি দেখা যাচ্ছে দৈনিক সংক্রমণে।

Corona Cases In India : ৫মাসে সর্বাধিক, দেশে করোনার সংক্রমণ দৈনিক ৪ হাজার পার
পরিস্থিতির পর্যালোচনা ও মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এ দিন ভার্চুয়াল বৈঠক করেন সব রাজ্যের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে। দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাংলায় করোনার বৃদ্ধি হলেও সংখ্যার বিচারে তা সামান্যই। গত ২৪ ঘণ্টায় ৪০ জন আক্রান্ত হয়েছেন রাজ্যে। মঙ্গলবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৪। সেই হিসেবে বাংলায় তিন দিনে ১৮% বৃদ্ধি হয়েছে করোনার। তবে সংক্রমণ বাড়লেও গত এক সপ্তাহে কেউ মারা যাননি কোভিডে।

Coronavirus Disease : মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি উদ্বেগের হলেও আতঙ্কের কিছু নেই, মত চিকিৎসকদের
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছেন বেশি। ভাইরোলজি বিশেষজ্ঞ সৌরীশ ঘোষ বলেন, ‘সংক্রমণের চেয়েও প্রাণহানির বিষয়টি বেশি তাৎপর্যপূর্ণ। সংক্রমণ হোক, ক্ষতি নেই। সামান্য জ্বর-সর্দি-কাশিতে গুরুতর অসুস্থ হয় না কেউ। মৃত্যু এড়ানো গেল কিনা, সেটা বেশি গুরুত্বপূর্ণ।’ তাঁর ধারণা, উত্তর ও পশ্চিম ভারতে ঋতুবদলের কারণে এখন বেশি করোনা হচ্ছে।

Covid Update In West Bengal : সংখ্যায় চিন্তা নেই, তবে বাড়ছে পজিটিভিটি রেট
সৌরীশের কথায়, ‘দিল্লি, মহারাষ্ট্রে আবহাওয়া বদলাচ্ছে এখন। বাংলায় সেটা আগেই হয়ে গিয়েছে। সে সময়ে সর্দি-কাশি-জ্বরে ভুগেছেন অসংখ্য বঙ্গবাসী। নেপথ্যে মূলত ছিল অ্যাডিনো, রাইনো ও ফ্লু ভাইরাস।’ তবে দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরালা, তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে টেস্ট বেশি হচ্ছে বলেও সেই সব রাজ্যে করোনা পজিটিভ কেস বেশি চিহ্নিত হচ্ছে বলে মনে করেন তিনি

Covid Increase Heart Attack : করোনার কারণে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি! কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী?
একমত প্যাথলজি বিশেষজ্ঞ প্রণবকুমার ভট্টাচার্যও। তিনি জানাচ্ছেন, বাংলায় পর্যাপ্ত করোনা পরীক্ষা হচ্ছে না। টেস্ট বাড়লে পজিটিভ কেস আরও বাড়বে বলেই তাঁর বিশ্বাস। প্রণব বলেন, ‘দেশের উত্তর ও পশ্চিমাংশে সম্ভবত ওমিক্রনের এক্সবিবি.১.১৬ সাব-ভ্যারিয়্যান্টের জেরেই করোনা বেশি ছড়াচ্ছে। পূর্ববর্তী ভ্যারিয়্যান্টের চেয়ে তার সংক্রমণ ছড়ানোর ক্ষমতা ১৪০% বেশি।’

Covid Update India : ২০৩ দিনে সর্বোচ্চ সংক্রমণ, দেশে ৬ হাজার ছাড়াল দৈনিক আক্রান্তের সংখ্যা
তাই করোনা-বিধি পালনে জোর দিচ্ছেন তিনি। আর এক ভাইরোলজি বিশেষজ্ঞ সিদ্ধার্থ জোয়ারদারও করোনা-বিধি পালনের পরামর্শ দিচ্ছেন বয়স্ক ও কো-মর্বিডদের। তিনি আবার মনে করেন, ‘এক্সবিবি.১.১৬-ই শুধু নয়, এক্সবিবি.১.১৬.১ সাব-ভ্যারিয়্যান্টও রয়েছে দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের করোনা সংক্রমণের নেপথ্যে। তবে এই উপ-প্রজাতির মারণক্ষমতা নেই বললেই চলে, সেটাই আশার কথা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *