Dakshin 24 Pargana : বাড়ি ফাঁকা থাকার সুযোগ! জল খাওয়ার অছিলায় বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগ – bhangar minor allegedly assaulted by her father friend police started probe


West Bengal News: দক্ষিণ ২৪ পরগনা জেলায় ফের এক পৈশাচিক শিশু নির্যাতনের ঘটনা সামনে এসেছে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বাবার বন্ধুর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ের বনগ্রাম এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর শুক্রবার দুপুরে ওই নাবালিকার বাবার বন্ধু তাঁদের বাড়িতে আসে। কিছুক্ষণ সেখানে বসে খাওয়ার জন্য নাবালিকার কাছে জল চায় অভিুযুক্ত ব্যক্তি।

নাবালিকা গ্লাসে করে জল নিয়ে ঘরে ঢুকলে ওই ব্যক্তি জোর করে ঘরের দরজা বন্ধ করে দেয়। ঘর বন্ধ করে সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। অপকর্ম শেষের পর সেখান থেকে চলে যায় ওই ব্যক্তি। পরে গোটা ঘটনার কথা পরিবারের সদস্যদের জানায় নির্যাতিতা নাবালিকা।

Bolpur Assault Case : বোলপুরে মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, নদী চর থেক নগ্ন অবস্থায় উদ্ধার
বাবার বন্ধুর এমন ঘটনা ঘটাতে পারে, তা প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। তাঁদের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। গোটা ঘটনাটি থানায় জানানোর সিদ্ধান্ত নেয় নির্যাতিতার পরিবার। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ। তবে শুধু গ্রেফতারিতেই খুশি নয় নাবালিকার পরিবারে। দোষীর যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, পুলিশের কাছে সেই আবেদনও জানিয়েছেন তাঁরা।

Alipurduar News : নেশাগ্রস্ত অবস্থায় কিশোরীকে ধর্ষণ নাবালকের! গর্ভবতী পঞ্চম শ্রেণির ছাত্রী
নির্যাতিতা নাবালিকা এই প্রসঙ্গে বলেন, “আমাদের বাড়িতে এসে জল চেয়েছিল। জল দিতে গিয়ে, দরজা বন্ধ করে আমার উপর অত্যাচার করে। আমার হাত থেকে রক্ত বেরিয়ে গিয়েছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম।”

নাবালিকার বাবা তাঁর বন্ধুর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ওই ব্যক্তি আমার বন্ধু। দুবছর ধরে আমার বাড়িতে ওঁর যাতায়াত ছিল। আমার বাড়িতে থেকেছে, খেয়েছে সব কিছু করেছে। কাল আমরা বাড়িতে ছিলাম না। সেই সুযোগে আমার নয় বছরের মেয়েকে ধর্ষণ করেছে। এইটুকুম মেয়ের উপর অত্যাচার করার আগে একবারও ভাবল না। কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই আমরা।”

Jhargram News : নাবালিকা প্রেমিকাকে নিয়ে উধাও যুবক! ছেলের অপকর্মে শ্রীঘরে বাবা
অন্যদিকে আলিপুরদুয়ার থেকে আরও এক চাঞ্চল্যকর নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে। নেশার ঘোরে প্রতিবেশী কিশোরীর বাড়িতে গিয়ে তাঁকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক নাবালকের বিরুদ্ধে। এই ঘটনায় নাবালিকা গর্ভবতী হয়ে পড়লে গোটা ঘটনাটি সকলের সামনে আসে। অভিযুক্ত নাবালকের খোঁজে তল্লাশি শুরু করেছে আলিপুরদুয়ার মহিলা থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *