Debosmita Roy Indian Idol : রাত ২ টো ৪৫-এর ট্রেন ধরে অডিশনে, অরুণিতার পর ‘ইন্ডিয়ান আইডল’-এ জয়জয়কার বনগাঁর দেবস্মিতার – bongaon north 24 parganas resident debosmita roy came back home becoming runner up in indian idol


ট্রফি হাতে উঠুক বা না উঠুক, মনের প্রতিটা ইঞ্চিতে ভালোবাসার পতাকা ওড়ালেন বনগাঁর দেবস্মিতা রায়। ইন্ডিয়ান আইডলের বিজেতা হতে পারেননি তিনি। রানারআপ হয়েছেন বনগাঁর কন্যা দেবস্মিতা। কিন্তু, তাঁর সুরের জাদুতে মোহিত হয়েছে গোটা দেশবাসী।

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল। এই গানের প্রতিযোগিতার অতীতের সিজনে দ্বিতীয় স্থানে পৌঁছেছিলেন বনগাঁর আরেক কন্যা অরুণিতা কাঞ্জিলাল। অরুণিতার পর এবার দেবস্মিতা। তাঁর সাফল্যে রীতিমতো মুগ্ধ এলাকাবাসী।

Indian Idol 13 Winner : বাঙালি কন্যেদের টেক্কা অযোধ্যার ভূমিপুত্রের, ইন্ডিয়ান আইডল জয়ী ঋষি
স্থানীয় সূত্রে খবর, বাবা দেবপ্রসাদ রায় ও মা মিতা রায়ের একমাত্র সন্তান দেবস্মিতা। কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। পরবর্তীতে কলকাতায় সরোজিনী নাইডু কলেজে পড়াশোনা তাঁর। ছোট থেকেই গানের সুরে গোটা পাড়াকে মাতিয়ে রাখতেন বছর বাইশের দেবস্মিতা। তাঁর এক প্রতিবেশীর কথায়, “ও খুবই শান্ত স্বভাবের মেয়ে। পড়াশোনা আর গান ছাড়া অন্য কোনও দিকে মন দেয়নি কখনও। আর এই গানের সুরই তাকে পৌঁছে দেয় ইন্ডিয়ান আইডলের স্বপ্নের মঞ্চে।”

এদিকে বনগাঁয় ফিরেই এলাকাবাসীর উদ্দেশ্যে তাঁর দরাজ বার্তা, “এতদিন সকলে আমাকে অনেক ভোট করেছেন তাঁদের ধন্যবাদ।”

Sikkim Avalancha News: মিথ্যে কথা বলে ছাঙ্গুতে, তুষারধসে একমাত্র ছেলের মৃত্যু সংবাদ বিশ্বাস হচ্ছে না রায়চৌধুরী পরিবারের
কী ভাবে ইন্ডিয়ান আইডলের মঞ্চে পৌঁছলেন দেবস্মিতা?
এই প্রসঙ্গে বনগাঁ কন্যা বলেন, “আমাদের বাড়ি থেকে কলকাতা অনেকটা দূর। দমদমে প্রথম রাউন্ড অডিশন ছিল। আমি এবং মা রাত ২টো ৪৫-এর ট্রেনে দমদমে পৌঁছে গিয়েছিলাম। সেখানে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে অডিশন দেওয়া। সেখানে নির্বাচিত হয়ে মুম্বইয়ে গিয়ে অডিশন দিই। একাধিক রাউন্ড হয়।” ইন্ডিয়ান আইডলের যাত্রাটা স্বপ্নের মতো ছিল, জানান দেবস্মিতা।

Rashmika Mandanna IPL : আইপিএল-এর মঞ্চে অস্কারের রেশ, রশ্মিকার নাটু নাটু-তে ক্লিন বোল্ড দর্শক
সুরসাধনাই দেবস্মিতাকে পৌঁছে দিয়েছিল ইন্ডিয়ান আইডলের মঞ্চে। প্রথমে তিনি ভেবেছিলেন যাত্রাটা হয়তো একটু কঠিন হতে পারে। কয়েকটা এপিসোডে টিকে থাকার লড়াই করেছিলেন তিনি। কিন্তু, এপিসোড যত এগিয়েছে ততই সাহস বেড়েছে দেবস্মিতার। তাঁর কণ্ঠে যে জাদু রয়েছে, একাধিক সেলেবের থেকে প্রশংসা পেয়েছেন তিনি।

Agnimitra Paul : ‘কপালে দুঃখ আছে’, বিষ্ণুপুরে থানার IC-কে ‘হুমকি’ অগ্নিমিত্রার!
দেবস্মিতার সুরে মুগ্ধ হয়েছেন বলিউড স্টাররাও। ট্রফির কাছাকাছি এসে দ্বিতীয় হলেও তাতে বিশেষ আক্ষেপ নেই তাঁর। দেবস্মিতার কাছে ইতিমধ্যেই এসেছে প্লেব্যাকের সুযোগ। তাঁর বাবা দেবপ্রসাদ রায় একজন পেশাদার গায়ক। বাবার হাত ধরেই গানে হাতেখড়ি দেবস্মিতা। ছোটবেলায় বাবার হাত ধরে নানান অনুষ্ঠানে গান গেয়েছেন বনগাঁর এই কন্যা। সেই সময়ও বিস্তর প্রশংসা কুড়িয়েছেন তিনি।

দেবস্মিতা বিরিয়ানি প্রেমী। দীর্ঘদিন পর মুম্বই থেকে বাড়ি ফিরেই তিনি থাবা বসিয়েছিলেন বিরিয়ানির প্লেটে। তাঁর বাবা দেবপ্রসাদবাবু বলেন, “ছোটবেলা থেকে ও অনেক লড়াই করে এই জায়গায় পৌঁছেছে। আমরা চাই আগামীদিনে ও আরও এগিয়ে যাক।”

Barasat Government Hospital : ২০ হাজার টাকা ঘুষ চাই! অরাজি হওয়ায় মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড মাস্টারের বিরুদ্ধে
উল্লেখ্য, দেবস্মিতা এবং অরুণিতা দুই বনগাঁ ও বঙ্গ কন্যার ট্রফির থেকে অল্প দূরে থেমে যাওয়াটা মেনে নিতে পারছেন না অনেকেই। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর ভক্তরা। যদিও এই দুই শিল্পী অবশ্য অবশ্য খুশি। অরুণিতাকে রিয়্যালিটি শো পরবর্তী সময়ে একাধিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *