Durgapur News : ম্যানহোলে ঢুকে গিয়েছিল সজারু, পশুপ্রেমী মহিলার তৎপরতায় বাঁচল প্রাণ – porcupine entered the manhole animal lover woman saved


Paschim Bardhaman News : অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেল এক অসুস্থ সজারু। তৎপরতা দেখালেন এক মহিলা পশুপ্রেমী। যার জেরেই নতুন জীবন ফিরে পেয়েছে ওই সজারুটি। উল্লেখ্য, অবলুপ্ত হতে থাকা পূর্ণবয়স্ক সজারুর মাঝেমধ্যে দেখা মেলে দুর্গাপুর শহরের বিভিন্ন জায়গায়। দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারি স্কুলের কম্পাউন্ডের পাশে একটি ম্যানহোল খোলা ছিল দীর্ঘদিন ধরে।

Duare Sarkar 2023 : দুয়ারে সরকার শিবিরের থিম লক্ষ্মীর ভাণ্ডার, তাক লাগাল বাগনান গ্রাম পঞ্চায়েত
তার পাশে থাকা একটি হোটেল ম্যানেজমেন্ট কলেজের মহিলা হস্টেলের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডেন শিহালি দাস বাগচী একজন পশুপ্রেমী। গতকাল শুক্রবার দুপুরে তিনি দেখতে পান তাঁর কম্পাউন্ডের মধ্যে বেশ কিছু সারমেয়র গায়ে সজারুর কাঁটা বিঁধে রয়েছে এবং তারা যন্ত্রণায় ছটফট করছে।

Rare Species Animal: পিঠে তারার মতো নকশাকাটা, ভরা বাজারে এই প্রাণীকে দেখে ছড়াল চাঞ্চল্য
তিনি সেই সারমেয়দের শুশ্রূষা করে খোঁজ নিয়ে দেখেন, তার কম্পাউন্ডের প্রাচীরের ধারেই ওই বেসরকারি স্কুলের কম্পাউন্ডের একটি ম্যানহোল খোলা রয়েছে এবং সারমেয়দের তাড়া খেয়ে একটি সজারু সেই ম্যানহোলের ভিতরে প্রায় ৯৫ শতাংশ ঢুকে গিয়েছে। তিনি সঙ্গে সঙ্গে বন দফতরকে খবর দেন এবং অন্যান্যদেরও জানান বিষয়টি।

Durgapur Shootout Raju Jha: গোরুপাচারকাণ্ডে ফেরার আব্দুল লতিফের গাড়িতেই খুন রাজু! ‘কয়লা মাফিয়া’ খুনে জোরালো ‘বীরভূম কানেকশন’
দুর্গাপুর বন দফতরের মুখ্য বনাধিকারী বুদ্ধদেব মণ্ডল তৎক্ষণাৎ দমকল বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। বন দফতরের টিমের তৎপরতায় সজারুটিকে উদ্ধার করতে সক্ষম হন দমকল কর্মীরা। বিকেলে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলে এই অপারেশন। তার জন্য ওই বেসরকারি কলেজ এবং বেসরকারি স্কুলের দেওয়াল সহ পাইপ লাইনের কিছু অংশ ভাঙতেও হয় এবং সজারুটিকে জীবিত ভাবে উদ্ধার করা সম্ভব হয়।

Durgapur News : ওষুধের দাম আকাশছোঁয়া কেন? চিঠিতে প্রশ্ন কেন্দ্রকে
এই মুহূর্তে তাকে রাখা হয়েছে দুর্গাপুরের বন দফতরের অফিসে। আগামীকাল সজারুটিকে কাঁকসার জঙ্গলমহলে ছেড়ে দেওয়া হবে। দুর্গাপুরের মুখ্য বন আধিকারিক বুদ্ধদেব মণ্ডল জানান, “একজন মহিলার সমাজের প্রতি দায়বদ্ধতা এবং অবলুপ্ত হয়ে যাওয়া প্রাণী এবং পশুদের প্রতি ভালোবাসা একটি সজারুকে জীবন ফিরিয়ে দিল।

Sundarban Honey Price: একধাক্কায় বাড়তে চলেছে সুন্দরবনের মধুর দাম, কেজি প্রতি কত হবে জানেন?
শহরের প্রতিটি মানুষ যদি এরকম সচেতন হন তাহলে এইরকম হাজার হাজার প্রাণী যারা অবলুপ্তের পথে তারা রক্ষা পাবে”। অন্যদিকে ওই মহিলা ওয়ার্ডেন শিহালি দাস বাগচী জানান, “এটা আমার সামাজিক দায়বদ্ধতা। সেই জায়গা থেকে আমি এই অসহায় সজারুটিকে বাঁচানোর চেষ্টা করেছি এবং সে তার প্রাণ ফিরে পেয়েছে।

আবার সে ফিরে যাবে জঙ্গলে। এটাই আমার কাছে সব থেকে বড় খুশির খবর”। এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন বন দফতর সহ দমকল বাহিনীকে। তাঁর মতে, দুর্গাপুর শহরের প্রতিটি সচেতন নাগরিক এইভাবে সচেতন হয়ে উঠুক। তাহলেই বাঁচবে দুর্গাপুর শহরের লাগোয়া এই রকম নানান অসহায় প্রাণীরা। যারা নতুন প্রজন্মের কাছে অজানা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *