Kolkata Temperature : বাংলা জ্বলছে রোদের তাপে, তাতেও মজার রসদ মিম-এ – kolkata temperature increasing day by day but there are various meme in social media


কুবলয় বন্দ্যোপাধ্যায়
ছবিটা জনপ্রিয় একটি গ্লুকোজ় পানীয়র বিজ্ঞাপনের মতো। প্রচণ্ড গরমে মাথায় স্ট্র ঢুকিয়ে একজনের জীবনীশক্তি শুষে নিচ্ছেন সূর্যদেব। জিব বের করে হাঁসফাঁস করতে থাকা মানুষটা গলদঘর্ম অবস্থায় রুমালে মুখ মুছছেন। পাশে একটি বিড়ালও রয়েছে। আর রয়েছে একটি ‘কিলার পাঞ্চ’ কবিতা-‘প্রহর শুরুর আলোয় রাঙা এখন চৈত্রমাস, তোমার রোদেই বুঝে গেছি আমার সর্বনাশ।’ থার্মোমিটারে ক্রমশ চড়তে থাকা পারদ। পাশে একটা নিরীহ মন্তব্য-‘রাজনীতি অসভ্যতার সীমা ছাড়িয়েছে, কলকাতা তাপমাত্রার।’

Weather Forecast : ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি, আজই কলকাতায় স্বস্তির বৃষ্টি!
গরম যত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নেটিজেনদের রসবোধ। বৃহস্পতিবার মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় শাখার উপ মহাধ্যক্ষ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বড় জায়গায় ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে গরম কমার কোনও আশা নেই।’

Summer In Kolkata : আরও চড়বে তাপমাত্রার পারদ, ১০ তারিখের পর একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস
গরম যে শুধু কমবে না তা-ই নয়, বরং জলীয় বাষ্পের অভাব এবং তাপমাত্রা বৃদ্ধির মিলিত প্রভাবে শুকনো গরম আপাতত দিন দশেক সহ্য করতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। শুক্রবারও শহরের সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবারের মতোই ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। আজ রাজ্যের মধ্যে উষ্ণতম ছিল বাঁকুড়া ও বিষ্ণুপুর, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সামান্য পিছনে বর্ধমান, ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

Weather Report: বৃষ্টির সম্ভাবনা নেই, গরম বাড়বে হু হু করে! তাপপ্রবাহের সতর্কতা বেশ কয়েকটি জেলায়
শুক্রবার বেলা বাড়ার আগে থেকেই গরম হাওয়ায় প্রাণ ওষ্ঠাগত হতে শুরু করে কলকাতার। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরম হাওয়ার প্রবাহ। এপ্রিলের প্রথম সপ্তাহে এমন গরমে শারীরিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়লেও কলকাতাবাসী মানসিক ভাবে তেমন ভেঙে পড়েনি। গ্রীষ্ম ও রোদের তেজ নিয়ে তৈরি এই মিমগুলোই তার প্রমাণ।

Weather Report Today : সকাল থেকেই কাঠফাটা রোদ, ক্রমশ পারদ চড়ছে বঙ্গে
এর মধ্যে মজার কবিতা যেমন রয়েছে, তেমনই রয়েছে সরস মন্তব্য। এর মধ্যে উল্লেখযোগ্য সোনার কেল্লা সিনেমার শেষ দৃশ্যে লালমোহনবাবুর ‘আমরা সবাই কলকাতা যাব’-র অনুকরণ। তাতে দেখা যাচ্ছে, মরুভূমিতে একসারি উট বলছে, ‘আমরা সবাই কলকাতা যাব। আমাদের যে এপ্রিলে ৪০ ডিগ্রি দেখতে হবে।’ রয়েছে একটি মহাজাগতিক মিমও। এই মিমে দেখা যাচ্ছে সূর্য এবং পৃথিবীর মাঝে একটা জ্বলন্ত গ্রহাণু। তার নাম দেওয়া হয়েছে ‘কলকাতা’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *