Kolkata Weather Update : ‘ক্যালকাটা ভেরি হট!’ এপ্রিলেই ৪০ ডিগ্রি ছোঁবে তাপমাত্রার পারদ – kolkata to witness 40 degrees temperature within few days heatwave warning in south bengal districts


কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে (Heatwave Warning In West Bengal)। এপ্রিল মাসে জ্বালাপোড়া গরমে ভোগান্তি হবে রাজ্যবাসীর। কলকাতার তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১১ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। এই সময়ের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলবে।


West Bengal Weather Update : এপ্রিলেই জ্বালাপোড়া গরম, উষ্ণ পয়লা বৈশাখের সাক্ষী থাকবে বাংলা
কলকাতায় ৪০ ডিগ্রি!

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতায় আগামী ১১ থেকে ১৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। পাশাপাশি বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বিগত বছরগুলোতে এপ্রিল মাসে এভাবে তাপমাত্রা বৃদ্ধি পেলেও এতটা লম্বা সময় ধরে থাকে না। এ বছর তা অনেকটাই আলাদা বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। চৈত্রে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর। সংক্রান্তি এবং বর্ষবরণেও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।

Weather Report Today : সকাল থেকেই কাঠফাটা রোদ, ক্রমশ পারদ চড়ছে বঙ্গে

কোন দিন কত ডিগ্রি থাকবে শহরের তাপমাত্রা?

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আগামী ৯ এপ্রিল অর্থাৎ রবিবার কলকাতার তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার, ১০ এপ্রিল থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ১১ এপ্রিল থেকে বুধবার ১২ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির কোঠায়। ১৩ এপ্রিল, বহস্পতিবার তা ছাপিয়ে তাপমাত্রার পারদ পৌঁছবে ৪১ ডিগ্রি সেলসিয়াসে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এ বার দুই পর্যায়ে বাড়বে তাপমাত্রা। ১৩ এপ্রিল পর্যন্ত ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। তিন চারদিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। ১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা

Kolkata Weather : ঝড়-বৃষ্টির পর্ব মিটিয়ে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী পারদ, ফিরছে জ্বালাপোড়া গরম
সোমবার থেকে শনিবার পর্যন্ত বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। বাংলার ছয় থেকে সাত জেলায় স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে তাপমাত্রা। ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের দু’এক জেলায় খুব সামান্য সম্ভাবনা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ!

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ক্রমশ বাড়বে তাপমাত্রা। ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে বাংলায়। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা দমদমে ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেক বা বিধাননগরে ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

Weather Forecast : ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি, আজই কলকাতায় স্বস্তির বৃষ্টি!

উত্তরবঙ্গে কমবে বৃষ্টি

শনিবার থেকে সামগ্রিকভাবে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে। ক্রমশ বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের মালদাতে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

গরমে সুস্থ থাকার উপায়

এই গরমে ত্বকে জ্বালাভাব আসতে পারে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন সুতির জামা ও বেশি করে জল খেতে। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির বাইরে যতটা সম্ভব কম বেরনোর পরামর্শ আবহাওয়াবিদদের।

আরও পড়ুন : Kolkata Weather Update: গরমে চোখে সর্ষেফুল! কলকাতা ছোঁবে ৪০ ডিগ্রি, তাপপ্রবাহের সতর্কতা তিলোত্তমায়

ভিন রাজ্যের আবহাওয়া

একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। একটি অক্ষরেখা রয়েছে কর্নাটক থেকে তামিলনাড়ু পর্যন্ত। এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে কর্নাটক ও রাজস্থান সংলগ্ন এলাকায়। ওডিশাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম ভারতের রাজ্য এবং মধ্য ভারতের রাজ্য বিশেষ করে ছত্তিশগড়, মহারাষ্ট্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টি , শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী পাঁচদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক, তামিলনাড়ু এবং কেরালা সংলগ্ন এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *