Madhyamgram Gym : ‘টাকা ফেরত দেওয়া হবে’, মুখ খুলল শ্রাবন্তীর উদ্বোধন করা জিমের কর্তৃপক্ষ – fitness empire gym opens up about the controversy


মেম্বারশিপের টাকা দেওয়ার পরেও জিমে তালা! টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হাতে উদ্বোধন হওয়া মধ্যমগ্রামের ‘দ্য ফিটনেস এম্পায়ার’ জিমের বিরুদ্ধে উঠেছিল একগুচ্ছ অভিযোগ। একটি শপিং মলের মধ্যে জিমটি খোলা হয়। কিন্তু, টাকা নিয়েও জিম কেন তালাবন্ধ থাকবে? তা নিয়ে প্রশ্ন তুলে মধ্যমগ্রাম পুলিশ স্টেশনের দ্বারস্থ হয়েছিলেন জিমের সদস্যরা।

এবার গোটা ঘটনার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার হল জিম কর্তৃপক্ষের তরফে। ‘দ্য ফিটনেস এম্পায়ার‘-এর ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়। যেখানে ক্যাপশান দেওয়া হয়, “গুরুত্বপূর্ণ নোটিশ! উই আর ক্লোজ! আপনাদের সমর্থন করার জন্য ধন্যবাদ।”

Srabanti Chatterjee : দেদার টাকা নয়ছয়! শ্রাবন্তীর উদ্বোধন করা জিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
একইসঙ্গে একটি ‘গুরুত্বপূর্ণ নোটিশ’-ও দেওয়া হয়েছে। সেখানে লেখা, “দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে স্টার মলে জিমটি বন্ধ করে দেওয়া হচ্ছে। মেম্বার যাঁরা টাকা দিয়েছেন বাকি সময়ের জন্য সেই অর্থ ফিরিয়ে দেওয়া হবে। ৩০ এপ্রিল, ২০২৩-এর মধ্যেই যাবতীয় অর্থ ফিরিয়ে দেওয়া হবে ধাপে ধাপে। এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

Food Vlogger : বিদেশি ফুড ভ্লগারের সঙ্গে দুর্ব্যবহার! প্রবীণ কালুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ
উল্লেখ্য, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই জিমের মালিক, এমনই অভিযোগ উঠছিল। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছেন অভিনেত্রী। তিনি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বহুদিন ওই জিমের সঙ্গে তিনি যুক্ত নন। শুরুর দিকে থাকলেও জিমটির সঙ্গে দীর্ঘদিন তাঁর কোনও যোগাযোগ ছিল না বলেও স্পষ্ট জানান নায়িকা।

প্রসঙ্গত, প্রায় দুই বছর আগে এই জিমটি খোলা হয়েছিল। সেই সময় সেখানে গিয়েছিলেন শ্রাবন্তী। তিনি বলেছিলেন, “এই জিমটি আমার সন্তানের মতো। আমরা চারজন মিলে তা শুরু করছি। জিমে যোগদান করুন এবং সুস্থ থাকুন।”

Calcutta High Court : ১৫ দিনের মধ্যে ১৫ লাখ ক্ষতিপূরণ, মল্লারপুরের নাবালক মৃত্যুর ঘটনায় কড়া নির্দেশ হাইকোর্টের
জানা গিয়েছে, জিমে বহু গ্রাহক ভর্তি হয়েছিলেন। এক বছরের জন্য তাঁরা সাত হাজার টাকা দিয়েছিলেন অনেকেই। কিন্তু, দোল এবং হোলির জন্য কিছুদিন জিম বন্ধ রাখার নোটিশ টাঙানো হয়েছিল। এরপর আর জিমের তালা খোলা হয়নি। শপিং মল কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছিল, জিমের মালিকদের থেকে তাঁরা টাকা পান। আর তা না পেলে জিম খোলা সম্ভব নয়।

মেম্বারদের দাবি, তাঁরা তাঁদের টাকা ফেরত চান। এই বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থও হয়েছিলেন তাঁরা। ঘটনাটি জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছিল, জিমের মালিকানার বিষয়টি নিয়ে এখনও কিছু জানা যায়নি।
TET Scam : প্রাইমারি অ্যাপটিটিউড টেস্ট মামলা, মানিককে বুধেই হাজির করানোর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
এরই মধ্যে জিমের ফেসবুক পেজ থেকে এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *