Siliguri News : মেয়রের পাড়ায় হঠাৎ প্রচুর পুলিশ! প্রশ্ন স্থানীয়দের মনে – siliguri police patrolling in 17 number ward of municipal area


মেয়রের পাড়ায় হঠাৎ প্রচুর পুলিশ হাজির। শনিবার সকাল থেকেই শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের পাড়ায় হাজির পুলিশকর্মীদের দেখে হকচকিয়ে যান এলাকার বাসিন্দারাও। হঠাৎ পুলিশ দেখে অনেকেই অবাক হয়ে যান। অনেকে আবার কারণ অনুসন্ধানের চেষ্টা তকেন। কিন্তু হঠাৎ শিলিগুড়ির মেয়র গৌতম দেবের পাড়ায় ও আশপাশে পুলিশ কেন?পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় বহুদিন ধরেই বহিরাগতদের তাণ্ডব বেড়েছে। বহিরাগত যুবক যুবতীদের আড্ডা সেখানে ক্রমেই বাড়ছিল। এমনকী রোজ সেখানে আড্ডা ও নেশার আসরে এলাকার বাসিন্দারা চরম বিরক্ত হয়ে উঠেছেন।

Alipurduar News : নেশাগ্রস্ত অবস্থায় কিশোরীকে ধর্ষণ নাবালকের! গর্ভবতী পঞ্চম শ্রেণির ছাত্রী
শিলিগুড়ি কলেজ থেকে ঢিলছোড়া দূরত্বে মেয়র গৌতম দেবের বাড়ি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শিলিগুড়ি কলেজের আশাপাশের গলিগুলিতে দিনভর বহিরাগত যুবক যুবতীরা এসে ভিড় জমায়। সন্ধ্যার পর সেখানে নেশার আসর বসে। স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছেন, মাঝরাত অবধি রাস্তাতেই কোনও সময় উদ্দমা পার্টি করতে দেখা যায় কয়েকজনকে। অনেকদিন ধরেই এই অবস্থা নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা।

Murshidabad Crime : গাঁজা খেয়ে পাট ক্ষেতে বচসা! হাঁসুয়ার কোপে প্রতিবেশীর হাত কাটল ব্যক্তি
শুক্রবার রাতে ওয়ার্ডে পুলিশের পাড়া মিটিং হয়। যেখানে শিলিগুড়ির থানার আইসি ও অন্যান্য পুলিশ কর্মীরা ছিলেন। এলাকার নাগরিক ও কাউন্সিলরদের নিয়ে আলোচনায় বসা হয়েছিল। যেখানে এলাকায় বহিরাগতদের ভিড় ও নেশার আসর নিয়ে বিস্তর অভিযোগ করেন বাসিন্দারা। এমনকি নেশার আসর বন্ধ করার কথা বলতে গেলে হুমকি দেওয়ার পাশাপাশি হামলাও করা হয়েছে বলেও অভিযোগ জানিয়েছেন তাঁরা।

এরপরই শনিবার সকাল থেকে কলেজ ও মেয়রের পাড়ার আশপাশে শিলিগুড়ি থানার পুলিশ টহল দিতে শুরু করে। রাস্তায় যে সমস্ত যুবক যুবতীরা দাঁড়িয়ে ছিলেন তাঁরা কেন সেখানে রয়েছেন তা জিজ্ঞেস করেন পুলিশ কর্মীরা। এছাড়াও বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকাতেও সন্ধ্যার পর নেশার আসর বসছে বলে পুলিশকর্মীদের কাছে অভিযোগ গিয়েছিল। সেখানেও নিয়মিত পুলিশি টহলদারি চলবে বলে জানা গিয়েছে।

CV Anand Bose : ‘অশান্তি বরদাস্ত নয়’, রিষড়ায় কড়া বার্তা রাজ্যপালের
শিলিগুড়ির পুরসভার মেয়র তথা কাউন্সিলর গৌতম দেব এই প্রসঙ্গে বলেন, “কলেজপাড়া এলাকায় অনেকেই বাইরে থেকে ভিড় করে। অসামাজিক কার্যকালাপ চলে। পুলিশকে টহল বাড়ানোর কথা বলা হবে। এই ধরনের পরিবেশ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।” ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি সিনহা বলেন, “আমরাও সন্ধ্যার পর রাস্তায় বেরিয়ে আশাপাশে নজরদারি রাখি। তবে এটা আমাদের পক্ষে সবসময় সম্ভব নয়। যেকারণে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তাঁরা ব্যবস্থা গ্রহণ করেছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *