West Bengal BJP : দিলীপের জেলা সফরের মাঝেই BJP-তে ভাঙন, পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক – malda 200 bjp families join trinamool congress when dilip ghosh presented in malda meeting


West Bengal News : পঞ্চায়েত ভোটের মুখে ফের টালমাটাল অবস্থা পদ্ম শিবিরে। জেলার সফরে রয়েছেন BJP-র সর্ব-ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আর তিনি উপস্থিত থাকাকালীনই চাঁচলে পদ্ম শিবিরে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। বিধায়ক ও ব্লক তৃণমূল নেতৃত্বের হাত ধরে BJP ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় দুই শতাধিক সক্রিয় কর্মী। আর এই কারনে পঞ্চায়েত ভোটের মুখে যথেষ্ট অস্বস্তিতে রাজ্যের প্রধান বিরোধী দল। যদিও এই যোগদানকে মিথ্যে বলে দাবি করেছে BJP নেতৃত্ব।

TMC Joining : একদিনের মধ্যেই উলটপুরান! ভেটাগুড়িতে তৃণমূলে যোগ ৩০০ BJP কর্মীর
শনিবার দুপুরে চাঁচলে তৃণমূলের বিধায়কের দলীয় কার্যালয়ে চাঁচল-১ ব্লক নেতৃত্ব ও দলীয় বিধায়কের উপস্থিতিতে কলিগ্রামের পূর্ব, দক্ষিণ ও মধ্য এলাকা থেকে দীর্ঘদিন BJP-র সঙ্গে যুক্ত থাকা কর্মী সমর্থকদের প্রায় ২০০ টি পরিবার ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। কলিগ্রাম অঞ্চল তৃণমূলের প্রধান রেজাউল খাঁনের নেতৃত্বে ও বিধায়কের হাত ধরে এই পরিবারগুলিকে যোগদান করানো হয়।

TMC BJP Clash : ফের অশান্ত কোচবিহার! নিশীথের গড়ে তৃণমূলের ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে
তৃণমূলের দাবি, কলিগ্রাম অঞ্চলে প্রায় ২০০ টি BJP পরিবার এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। BJP ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দিয়ে নাগরী দাস ও সহদেব দাস একযোগে জানান, “দীর্ঘদিন ধরে আমরা BJP-র সঙ্গে ছিলাম। আমাদের এলাকায় দায়িত্বে ছিলেন BJP-র পঞ্চায়েত সদস্য। তারা এলাকায় কোনও কাজ করেননি”।

TMC Joins BJP : পঞ্চায়েতের আগে বড় ধাক্কা, তপনে TMC ছেড়ে BJP-তে ২০০ মহিলা কর্মী
চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, “দলীয় কর্মসূচিতে দিলীপ বাবুর মতো BJP-র নেতৃত্বরা যতবারই জেলায় আসবেন, ঠিক ততবারই পদ্ম শিবিরে এই ধরনেরই বড়সড় ভাঙন দেখা দেবে”। কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খাঁন যোগদান প্রসঙ্গে মন্তব্য করে বলেন, “রাজ্যের তৃণমূল সরকার মানুষের স্বার্থে একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে।

BJP Leader Joins TMC : ২১-এ দল ছেড়ে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান, ফের তৃণমূলে প্রত্যাবর্তন সৌমিত্রর
তারা বুঝতে পেরেছেন যে তৃণমূল ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাইতো তারা BJP ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন”। যদিও ওই ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন BJP নেতা তথা কলিগ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সুভাষ কৃষ্ণ গোস্বামী। পুরো বিষয়টি নস্যাৎ করে তিনি বলেন, “দু’শো নয়, মাত্র দু’টি পরিবার যোগ দিয়েছে তৃণমূলে।

TMC BJP Clash : BJP বুথ সভাপতিকে মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ! বাঁকুড়ায় অভিযুক্ত তৃণমূল
আর এতে BJP-তে কোনও প্রভাব পড়বে না। আর্থিক প্রলোভন দেখিয়ে তাঁদের দলে টেনেছে তৃণমূল। তৃণমূল এটা খুব ভালো ভাবে পারে। ওদের কাছে অঢেল টাকা পয়সা। এত এত দুর্নীতি করেছে চারিদিকে। টাকা তো থাকবেই। এভাবেই মানুষকে লোভ দেখিয়ে বা কিছু কিছু জায়গায় ভয় দেখিয়ে তাঁরা নিজেদের দলে টানছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *