Coal Smuggling : পাচারের আগেই পুলিশের জালে ১০টি কয়লা বোঝাই বাইক, গ্রেফতার ১ – sadaipur police caught bike using for coal smuggling


West Bengal News : ট্রাক, ট্রাক্টর বা লরিতে করে কয়লা পাচারের ঝুঁকি বেশি। তাই বাইকে করে কয়লা পাচারের চেষ্টা বীরভূমে। কয়লা বোঝাই মোট দশটি বাইক উদ্ধার করেছে বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ। গ্রেফতার এক পাচারকারী। ধৃত ব্যক্তির নাম রাজউদ্দিন খান। আজ তাঁকে সিউড়ি আদালতে তোলা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

গত সপ্তাহেই কয়লা মাফিয়া রাজু ঝাঁ রাস্তার উপরে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন। কয়লা পাচার রুখতে লাগাতার অভিযান চালাচ্ছে প্রশাসন। তার মাঝেও কিছুতেই বিরাম নেই কয়লা পাচারের। চার চাকা গাড়ির বদলে এবার দু’চাকায় ভর করেই চলছে পাচার।

Murshidabad News : শৌচাগার সংলগ্ন গোপন ডেরায় চলত অস্ত্র তৈরির কারবার! আগ্নেয়াস্ত্রসহ মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ১
পুলিশের অনুমান, দ্রুত বাইক চালিয়ে গ্রামের অলি গলি দিয়ে যাওয়ার সুবিধা থাকার কারণেই বেছে নেওয়া হচ্ছে বাইক। জানা গিয়েছে, সদাইপুর থানার পুলিশ শনিবার দুপুরে অভিযান চালিয়ে সদাইপুর থানা এলাকার কামারডাঙাল থেকে ১০ টি কয়লা বোঝাই মোটর বাইক আটক করে। প্রতিটি বাইকে ৪ কুইন্টাল করে মোট ৪০ কুইন্টাল কয়লা মজুত ছিল।

যদিও পুলিশকে দেখে চম্পট দেয় কয়লা পাচারকারীরা। তবে একজন কয়লাপাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় সদাইপুর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

Red Sandalwood Smuggling : আলিপুরদুয়ারে উদ্ধার লাখ লাখ টাকার লাল চন্দন কাঠ, ধৃত ৫
বীরভূম জেলার সঙ্গে কয়লা পাচারের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। এর আগেও সদাইপুর থানার পুলিশের লাগাতার অভিযান চালিয়ে কয়লা বোঝাই লরি, মোটর বাইক, ট্রাক্টর, পিক আপ ভ্যান আটক করেছে। গত নভেম্বর মাসেই নলহাটি থানার হরিদাসপুর-জয়পুর থেকে পুলিশ আটটি কয়লা বোঝাই বাইক আটক করে। মোট সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

জেলা প্রশাসন সূত্রে খবর, এক একটি বাইকে প্রায় চার থেকে পাঁচ টন কয়লা বোঝাই করে নিয়ে যাওয়া সম্ভব হয়। সেই অনুযায়ী বাইকগুলিকে প্রস্তুত করা হয়। পাচারকারীরা গ্রামের পথ ধরে বাইকে করে রাজ্যের বিভিন্ন জায়গায় বা পশ্চিমবঙ্গ লাগোয়া একাধিক রাজ্যে কয়লা পাচার করে থাকে

Coal Smuggling : বিরাম নেই, ফের পাচারের আগেই আটক কয়লা বোঝাই ট্রাক্টর-বাইক
মাস দুয়েক আগেই বীরভূমের খয়রাশোলের মোষের গাড়িতে করে কয়লা পাচার করতে গিয়ে ধরা পড়ে এক পাচারকারী। পুলিশের লাগাতার অভিযান চলায় প্রতিনিয়ত পাচারের বিভিন্ন কৌশল অবলম্বন করছে পাচারকারীরা। এই ঘটনার কিছুদিন আগেই সদাইপুর থানার পুলিশ তিনটি গরুর গাড়ি ভর্তি কয়লা বাজেয়াপ্ত করে। সেখান থেকে ১৬ টন কয়লা উদ্ধার করা হয়েছিল। তবে এই অভিযান চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *