Cooch Behar News : শীতলকুচির ছায়া মাথাভাঙায়! ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মারধর উন্মত্ত প্রেমিকের – boy attacked family members at mathabhanga


West Bengal News : প্রেমের সম্পর্কের জটিলতায় শীতলকুচিতে একই পরিবারে তিনজনকে কুপিয়ে খুন করার ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই মাথাভাঙা শহরে একই ধরনের ঘটনার অভিযোগ। বাড়িতে ঢুকে পরিবারের সদস্যের মারতে হাজির এক উন্মত্ত প্রেমিক। অভিযোগ জমা পড়ল মাথাভাঙা থানায়। যদিও ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১ নং ব্লকের পঞ্চগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেরভেরি মানাবাড়ি এলাকায়। শনিবার রাতে স্থানীয় বাসিন্দা সুরেন্দ্র বর্মনের বাড়িতে হাজির হয় এক যুবক। তার কাছে ধারালো অস্ত্র ছিল বলে দাবি। সুরেন্দ্র বর্মনের স্ত্রীর মুখ চিপে মারতে যাওয়ার চেষ্টা করা হয়।

Trending News In West Bengal : বিয়ের জন্য দেখতে এসে পাত্রের পছন্দ হল মেয়ের মাকে! রাতেই হবু শাশুড়িকে নিয়ে চম্পট যুবকের
চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। ওই যুবক সুরেন্দ্র বর্মনের মেয়েকে উত্যক্ত করে বলে অভিযোগ। এই খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। প্রেমের সম্পর্ক বিচ্ছেদ ঘটায় শীতলকুচিতে খুন হয়ে যায় একই পরিবারের তিনজন।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাথাভাঙার এই ঘটনাতেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতারের দাবি উঠেছে। সুরেন্দ্র বর্মন জানান, এলাকার ওই অভিযুক্ত যুবক প্রায়ই রাস্তাঘাটে তার মেয়েকে উত্ত্যক্ত করে। সম্প্রতি তাঁর মেয়ে দোকানে যাচ্ছিল। সেই সময় রাস্তায় ওই যুবক মেয়ের মোবাইল কেড়ে নেয়।

Uttar 24 Pargana : তোলাবাজির অভিযোগে অটো চালককে বেধড়ক মার, গ্রেফতার ২ তৃণমূল কর্মী
এরপর ওই যুবকের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বোঝানো হয়। ওই যুবককে বলা সত্ত্বেও ফোন ফেরত দেওয়া হয়নি বলে দাবি। শেষে প্রশাসনের দ্বারস্থ হওয়ায় উদ্ধার হয় ফোনটি। এই ঘটনার আক্রোশ থেকেই যুবক হামলা চালায় বলে অনুমান।

সুরেন্দ্র বর্মনের মেয়ে সোহেলী বর্মন জানান, ওই যুবকের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই যুবতী তাকে পাত্তা না দেওয়ায় উত্যক্ত করা হচ্ছে বলে অভিযোগ। এবার সটান বাড়িতে এসে হামলা চালানোর কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের সকলেই।

এরপর গতকাল রাতে আচমকাই বাড়ির গেট ভেঙে ধারালো অস্ত্র নিয়ে মারতে আসে ওই যুবক। প্রথমে যুবতীর মাকে সামনে পেয়ে মুখ চিপে ধরে অভিযুক্ত। দা দিয়ে আঘাত করার চেষ্টা করে। কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই মহিলা।

Cooch Behar News : সম্পর্কের পথে কাঁটা! শীতলকুচিতে প্রেমিকার বাবা-মাকে কুপিয়ে খুন যুবকের
যুবতীকেও মারধর করা হয় বলে অভিযোগ। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায়। গোটা ঘটনা তদন্ত করে দেখছে মাথাভাঙা থানার পুলিশ। ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *