Kurmi Protest: অবশেষে ৫ দিন পর শিথিল কুড়মি বনধ, খেমাশুলিতে ট্রেন চলাচল শুরু – kurmi protester give some relaxation to restore train service


অবশেষে পাঁচদিন পর মিলল সমাধান। অবরোধ শিথিল করল কুড়মি সমাজ। আন্দোলনকারীরা রেললাইন থেকে শর্তসাপেক্ষে তুললেন আন্দোলন। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে শুরু ট্রেন চলাচল। পুরুলিয়ার কুস্তাউরের পর কোটশিলাতেও অবরোধ তুলে নিলেন কুড়মি আন্দোলনকারীরা।জানা গিয়েছে, সকাল দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত ট্রেন চলাচলে সায় আন্দোলনকারীদের। এছাড়া রাত একটা থেকেও সকাল ছটা অবধি ট্রেন চলাচলে কোনও বাধা দেওয়া হবে না বলে জানানো হয়েছে। এই সময়টুকুর জন্য তাদের আন্দোলন শিথিল করার কথা ঘোষণা করেছেন কুড়মি আন্দোলনকারীরা। যদিও রাজ্য সরকারের প্রস্তাব তাঁরা মেনে নেননি। তবে নিজেদের মধ্যে আলোচনা করে কর্মসূচি সামান্য শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন কুড়মি আন্দোলনের শীর্ষ নেতারা।

Kurmi Protest: ‘কিছু কুড়মি নেতা অন্য রাজনৈতিক দলের হয়ে গান গাইছেন…’, আন্দোলনকে কটাক্ষ করে ভোটে লড়ার চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের
বনধ শিথিল হতেই পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে শুরু মালগাড়ি চলাচল। রেল সূত্রে খবর, শীঘ্রই যাত্রীবাহী ট্রেন পরিষেবাও স্বাভাবিক করে তোলার চেষ্টা করা হচ্ছে। এদিন সন্ধে আটটা নাগাদ রেল লাইন থেকে সরে যান আন্দোলনকারীরা। খুলে নেন আন্দোলনের ব্যানারও। ট্রেন চলাচল শুরু পুরুলিয়ার কোটাশিলা থেকেও।

এদিন দিনভর আন্দোলন প্রত্যাহার না অব্যাহত সেই নিয়ে বিভ্রান্তি ছড়ায় খোদ আন্দোলনকারীদের মধ্যেই।

আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *