Kurmi Protest: ‘কিছু কুড়মি নেতা অন্য রাজনৈতিক দলের হয়ে গান গাইছেন…’, আন্দোলনকে কটাক্ষ করে ভোটে লড়ার চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের – ajit maity tmc mla challenge kurmi leaders to contest vote


কুড়মি আন্দোলনের পাঁচদিন পার। এখনও অধরা রফাসূত্র। দক্ষিণবঙ্গের কয়েক জেলা জুড়ে রেল রোকো ও সড়ক অবরোধ করে এখনও নিজেদের অবস্থানে অনড় কুড়মি সম্প্রদায়ের মানুষেরা। এর জেরে বিপর্যস্ত জনজীবন। বাতিল একের পর এক ট্রেন। কুড়মিদের দাবি ও তাদের আন্দোলনকে কটাক্ষ তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতির (Ajit Maity)। কুড়মি আন্দোলনের নেতৃত্ব থাকা নেতাদের তীব্র কটাক্ষ তৃণমূল বিধায়কের। কুড়মি আন্দোলন নিয়ে এবার বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতির। কুড়মি নেতা অজিত মাহাতো, রাজেশ মাহাতোকে ভোটে লড়ার চ্যালেঞ্জ জানালেন জেলা তৃণমূলের এই হেভিওয়েট নেতার।

Kurmi Protest: শাসক থেকে মুখ ফেরাচ্ছে কুড়মি সমাজ? নেতাদের মুখে শুধু, ‘বঞ্চনা আর বঞ্চনা’

ইতিমধ্যেই ১২০ ঘন্টা অতিক্রম করেছে কুড়মি সমাজের এই আন্দোলন। কুড়মিদের নিয়ে পাঠানো CRI রিপোর্ট উপর অবিলম্বে জাস্টিফিকেশন কেন্দ্রের কাছে পাঠাতে হবে রাজ্যকে, এই দাবি নিয়ে জঙ্গলমহলে টানা আন্দোলনে কুড়মি সমাজের মানুষেরা। এবার আন্দোলন নিয়ে মুখ খুললেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর।

অজিত মাইতির দাবি, ”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কুড়মি ভাইদের জন্য সমস্ত রকমের সামাজিক উন্নয়ন করেছে। তবে তফসিল তালিকাভুক্ত করার জন্য সাংবিধানিক ক্ষমতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট বৈঠকে পাস করে কেন্দ্রের কাছে নিজের মুখ্যমন্ত্রীর প্যাডে চিঠি লিখে দিল্লির কাছেৃ অনুরোধ করেছেন।” এই বলেও দাবি করেন অজিত মাইতি। সিআরআই রিপোর্ট রাজ্যের তরফে পাঠানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

Kurmi Protest: কুড়মি আন্দোলনে ট্রেন বাতিলে ভিন রাজ্যে আটকে ৫০ পরিবার, হোটেল বিল মেটাতে নিঃস্ব দশা

কিছু কিছু কুড়মি নেতা অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখে এসব করছে বলে অভিযোগ করে অজিত মাইতি। জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর-এর অভিযোগ, ”কিছু কিছু হঠকারী কুড়মি নেতা অন্য রাজনৈতিক দলের হয়ে গান গাইছেন। কুড়মি সমাজের লোকেরা আমাদের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছেন। এতোই যদি ওদের ক্ষমতা হয় তাহলে ভোটে লড়ে দেখাক ওই নেতারা। এত জনপ্রিয়তা হলে রাজেশ মাহাতো, অজিত মাহাতো বিধানসভায় ১২০০, ২২০০ ভোট পেয়েছিল কেন! এবার ভোটের লড়ুক!” চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর।

Kurmi Protest: ফুচকা থেকে তেলেভাজা-শরবতের দোকান, কুড়মি আন্দোলন ঘিরে মেলা বসেছে স্টেশনে!

একইসঙ্গে কুড়মিদের এই আন্দোলন পঞ্চায়েত ভোটে কোন প্রভাব পড়বে না বলেও দাবি করেন অজিত মাইতি। যদিও ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন কুড়মিরা। পাঁচদিন পার, ট্রেন লাইন আটকে অবরোধের জেরে বাতিল প্রায় ৪৯৬টি ট্রেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *