Murshidabad Fire Incident : ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩০ টি বাড়ি, সাহায্যের আর্তি সর্বশান্ত গ্রামবাসীদের – thirty house burnt for a massive fire incident at raninagar


West Bengal News : আগুনে ভস্মীভূত হয়ে গেল গ্রামের প্রায় তিরিশটি বাড়ি। ভয়াবহ অগ্নিকাণ্ড মুর্শিদাবাদ জেলার রানিনগরের লোচনপুর পঞ্চায়েত এলাকায়। দমকল আসতে দেরি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। রানিনগর ব্লক প্রশাসনের তরফে সর্বশান্ত পরিবারগুলিকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

শনিবার দুপুর বারোটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় রানিনগর -১ নম্বর ব্লকের লোচনপুর পঞ্চায়েতের শ্রীরামপুরে। বাড়িগুলি টালি, খড় এবং পাটকাঠির ছাউনি দেওয়া। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

Newtown Fire: নিউটাউন সিটি সেন্টারের কাছে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একের পর এক ঘর
খবর দেওয়ার প্রায় দু’ঘন্টা পর দমকল বাহিনী গ্রামে ঢোকে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ আগুনের ছবি করতে গেলে উত্তেজিত গ্রামবাসী পুলিশের গাড়িতে ভাঙভুর চালায়। গ্রামিবাসীদের দাবি, ঘটনায় মৃত্যু হয়েছে বহু গবাদি পশুর। আসবাবপত্র, খাদ্য সামগ্রী সহ ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির দলিল, মূল্যবান নথিপত্রেরও।

ইসলামপুর থানার পুলিশ জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। রান্নার উনুন থেকে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। পুলিশের গাড়িতে হামলার ঘটনায় কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।

Howrah Fire Incident : ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, রানিহাটিতে পুড়ে ছাই ৭০ টি দোকান
গ্রামবাসীদের বক্তব্য, দুপুর বারোটা নাগাদ প্রথমে আগুন লাগে গ্রামের পূর্বপাড়ায়। রান্নার গ্যাসের সিলিন্ডার ফাটায় দ্রুত সেই আগুন ছড়ায় গোটা গ্রামে। গ্যাসের সিলিন্ডার ফাটতে শুরু করায় গ্রামবাসীরা আগুন নেভাতে গিয়ে আতঙ্কে পিছিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। ডোমকল থেকে দমকলের একটি ইঞ্জিন আসতে দু’ঘণ্টা সময় পার হয়ে যায়। আর তাতেই উত্তেজনা ছড়ায়।

এরপর ইসলামপুর থানার পুলিশ আগুনের ছবি তুলতে গেলেই গ্রামবাসীরা পুলিশের গাড়িতে ভাঙচুর শুরু করে। আগুনে ক্ষতিগ্রস্ত নাসিমুদ্দিন শেখ বলেন, “পূর্বপাড়ায় আগুন লেগেছে শুনতে শুনতেই আগুন গোটা গ্রামকে গ্রাস করে ফেলে। আমার পাঁচটা ছাগল মরেছে।”

সর্বস্ব হারিয়ে কোলের শিশুকে নিয়ে পথে আশ্রয় নিয়েছেন ফতেমা বিবি। তিনি বলেন, “আমার কিছুই নেই। সরকার না দেখলে কোথায় যাব।” তবে ক্ষতিগ্রস্ত পরিবারবর্গকে ইতিমধ্যে খাবার ও ত্রিপল দেওয়া হয়েছে। রানিনগর-১ ব্লক প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব রকমের সরকারি সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

Hooghly News : ডানকুনির খাটালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ৪০টি গবাদি পশুর
নিজেদের সর্বস্ব খুইয়ে ভেঙে পড়েছে গোটা গ্রাম। জেলা প্রশাসনের তরফে যাতে তাতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়, সে ব্যাপারে আর্জি জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *