Nadia News : ঘুমের ওষুধ স্প্রে করে দুঃসাহসিক চুরি শান্তিপুরে, খোয়া গেল লক্ষাধিক টাকার গয়না – theft incident from a house temple at santipur


West Bengal News : পাঁচিল টপকে বাড়িতে ঢুকল চোর। গৃহস্থরা তখন গভীর নিদ্রায়। তাও, ধরা পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে ঘরে করা হল স্প্রে। এরপর গৃহস্থের বাড়ি লাগোয়া মন্দিরের বিগ্রহ থেকে চুরি করে নেওয়া হল লক্ষাধিক টাকার গয়না। সরিয়ে নেওয়া হল প্রণামী বাক্সের নগদ অর্থও। দুঃসাহসিক চুরির ঘটনা নদিয়া জেলার শান্তিপুরে।

স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুর রেলগেট সংলগ্ন বাবলা উত্তরপাড়ার এক গৃহস্থ বাড়ির রাধামাধব মন্দিরের। গৃহস্থ বাড়ির সদস্য জয়ন্ত চৌধুরী জানান, গতকাল রাতে রাধামাধব মন্দিরের মূল দরজা বন্ধ ছিল। রাতের বেলার গৃহস্থরা যে যার মত শুয়ে পড়েন।

BJP Leader : বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ, উত্তেজনা শান্তিপুরে
তবে গতকাল গভীর রাত পর্যন্ত নিজেদের শয়ন কক্ষের ঘরের দরজা খোলা ছিল। ঘরে চোর চুকে হঠাৎই কিছু একটা স্প্রে করে দেয়। সকালে গৃহস্থরা ঘুম থেকে উঠে দেখে গ্রিলের তালা ভাঙা। এছাড়াও বেশ কিছু লোহার অংশ নিচে পড়ে রয়েছে। মূল মন্দিরে প্রবেশ করতেই চোখ কপালে ওঠে প্রত্যেকেরই।

দেখা যায়, মন্দিরের কাঠের দরজার একটি অংশ ভাঙা। এরপর মন্দিরে ভেতরে ঢুকে লক্ষ্য করা হয় রাধামাধব বিগ্রহের গায়ে একাধিক সোনা ও রুপোর গয়না নেই। এছাড়াও অন্যান্য প্রতিমার গায়ের থেকেও গয়না চুরি করে নেওয়া হয়েছে।

পুরো চুরির ঘটনাটি ধরা জয়ন্ত চৌধুরীর বাড়ির CCTV। ভিডিয়ো রেকর্ডিংয়ে লক্ষ্য করা যায়, চোর টুল দিয়ে পাঁচিল টোপকে ভেতরে প্রবেশ করে। মন্দিরের ভেতরে ছিল প্রণামি বাক্স। সেই বাক্স ভেঙে প্রায় নগদ সাত থেকে আট হাজার টাকা চুরি করে নেওয়া হয়।

Nadia School News : স্কুলের ছাদে হনুমানের দাপাদাপি! চাঙর খসে পা ভাঙল তৃতীয় শ্রেণির ছাত্রীর
পাশাপাশি, বিগ্রহের মাথার চূড়া, বাঁশি, গলার হার, সীতাহার, পায়ের নূপুর, কোমর বন্ধ সহ একাধিক গয়না চুরি করে নেওয়া হয়। ঘটনায় চুরির অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিপুর থানায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

গৃহকর্তা জয়ন্ত চৌধুরী জানিয়েছেন, তাঁর বাড়ির মন্দিরটি প্রায় ৩০ বছর আগে স্থাপিত। অসংখ্য ভক্তবৃন্দ রয়েছে যাঁরা প্রতিদিন বিগ্রহ দেবতা দর্শনে আসেন। কিন্তু মন্দির থেকে এইভাবে যে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটবে তা কখনই আন্দাজ করতে পারিনি পরিবারের কেউই। তাঁর আর্জি পুলিশকে দ্রুত অপরাধীকে খুঁজে বার করুক।

Jhargram News : প্রাতর্ভ্রমণে বেরিয়ে গলায় টান, বৃদ্ধার হার ছিনতাই করে পালাল সাইকেল আরোহী দুষ্কৃতী
যে চুরি করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে জানান তিনি। গোটা ঘটনা জানাজানি হওয়ার পরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অপরাধীকে দ্রুত ধরার আর্জি জানিয়েছেন স্থানীয়রাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *