Trinamool Congress : দণ্ডি কাটিয়ে দলে যোগদানের ঘটনার জের! তড়িঘড়ি জেলা মহিলা সভাপতি বদল তৃণমূলের – tmc changed mahila district president for balurghat tmc joining controversial incident


West Bengal News : দণ্ডি কাটিয়ে দলে যোগদানের ঘটনায় অস্বস্তিতে তৃণমূল। তড়িঘড়ি বদল করা হল মহিলা সংগঠনের সভাপতিকে। প্রদীপ্তা চক্রবর্তীর জায়গায় দক্ষিণ দিনাজপুর তৃণমূল মহিলা জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হল স্নেহলতা হেমব্রকে। ড্যামেজ কন্ট্রোল করে লাভ নেই, অভিযুক্ত জেলা সভাপতির বিরুদ্ধে তফসিলি আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হোক বলে দাবি BJP-র।

আদিবাসী মহিলাদের দণ্ডি কাটিয়ে তৃণমূলে যোগ দেওয়ার ঘটনার জের। রবিবারই বদল করা হল দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীকে। রবিবার সন্ধ্যায় বালুরঘাট পুরসভার সুবর্ণতটে নতুন মহিলা জেলা সভাপতিকে সংবর্ধনা দেন তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার।

Balurghat BJP : দণ্ডি কেটে তৃণমূলে যোগদানের ঘটনায় বিক্ষোভ BJP-র, সোমবার যাচ্ছেন সুকান্ত-দিলীপ
এছাড়াও এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরিশ সরকার, আদিবাসী তৃণমূলের জেলা সভাপতি সন্তোষ হাঁসদা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। তবে দলের তরফে জানানো হয়েছে, প্রদীপ্তাকে এখনই দল থেকে বা বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারপার্সনের পদ থেকে সরানো হচ্ছে না।

এদিকে নতুন মহিলা সভাপতির বাড়ি বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রামপঞ্চায়েতের চকরাম গ্রামে। সেই চকরাম গ্রাম আবার সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রাম। ওই গ্রামের আদিবাসী মহিলাকেই সভাপতির পদে বসিয়ে তৃণমূল ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে বলে মনে করছেন অনেকেই।

স্নেহলতা হেমব্রম এর আগে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদিকার পদে ছিলেন। আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের দিয়ে দণ্ডি কাটানোর প্রতিবাদ জানিয়েছেন। আগামী দিনে ওই সব মহিলাদের পাশে থাকবেন বলে তিনি জানিয়েছেন।

Balurghat News : ‘প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কাটি’, বিতর্কের মধ্যে মুখ খুললেন তৃণমূলে যোগ দেওয়া মহিলারা
দণ্ডি বিতর্কে নব নিযুক্ত স্নেহলতা হেমব্রম বলেন, “ঘটনাটি খুবই নিন্দার। পুরো বিষয়টি দল দেখছে। পরবর্তীকালে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটা দলের সঙ্গে আলোচনা করে ঠিক করব।”

তবে বিষয়টি নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে নারাজ স্থানীয় BJP নেতৃত্ব। তবে ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, তাহলেই বিষয়টির সঠিক বিচার হবে বলে মনে করছেন তাঁরা। জেলার BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, “ওদের দলের বিষয়টি নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। আমরা চাইছি, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রবিবার দিনভর জেলার একাধিক থানা ঘেরাও ও প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল BJP। BJP-র তরফে জানান হয়, ভয় দেখিয়ে চারজন মহিলা কর্মীকে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছে। পাশাপাশি, সমগ্র তফসিলি জাতির অপমান করে দণ্ডি কাটিয়ে তাঁদের দলে যোগদান করানো হয়েছে।
TMC Joins BJP : পঞ্চায়েতের আগে বড় ধাক্কা, তপনে TMC ছেড়ে BJP-তে ২০০ মহিলা কর্মী
আগামীকাল BJP-র তরফে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। যেখানে BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ শীর্ষ নেতৃত্বের যোগদানের কথা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *