Uttar 24 Pargana : তোলাবাজির অভিযোগে অটো চালককে বেধড়ক মার, গ্রেফতার ২ তৃণমূল কর্মী – two tmc youth workers arrested for beating a auto driver at belgharia


West Bengal News : তোলাবাজিকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ। উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া এলাকা। সংঘর্ষে গুরুতর আহত তিন জন। ঘটনার পরিপ্রেক্ষিতে বেলঘড়িয়া থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় তীব্র কটাক্ষ BJP-র।

স্থানীয় সূত্রে খবর, কামারহাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় এক অটোচালক ও তার দুই বন্ধুকে মারধর করা হয়। তিনজন এলাকায় তৃণমূল কর্মী বলেও পরিচিত। মারধর করার অভিযোগ উঠেছে কামারহাটি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রানা বিশ্বাস ও তার দলবলের বিরুদ্ধে।

Uttar 24 Pargana : গাড়ি ধোয়াকে ঘিরে কথা কাটাকাটি থেকে বচসা, দু’পক্ষের হাতাহাতিতে আহত ৪
ঘটনায় আহত হয়েছে তিন জন যুবক। তিনজন যুবকের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার পর আহত যুবকদের পরিবারের লোকজন অভিযুক্ত তৃণমূল নেতা রানা বিশ্বাসের নামে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও গোটা ঘটনায় মুখ খুলতে নারাজ তৃণমূল নেতৃত্ব।

উল্টোদিকে, এই ঘটনায় সরব হয়েছে BJP নেতৃত্ব। BJP নেতা কিশোর কর বলেন, “এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে, কামারহাটি কেন এর থেকে বাদ যাবে। প্রশাসন দোষীদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।”

Cooch Behar BJP : বাজারে বিজেপি কর্মীর গায়ে ‘থুতু’ ছেটানোর অভিযোগ! ‘ভিত্তিহীন’ দাবি তৃণমূল কর্মীর
অভিযোগ পাওয়ায় পর ঘটনাস্থলে যায় বেলঘড়িয়া থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়। এরপর তৃণমূল ছাত্র পরিষদের দুই কর্মীকে গ্রেফতার করা হয়। অক্ষয় শর্মা ও ইন্দ্রজিৎ মহান্তি নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এরা দুইজনই বেলঘড়িয়া ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ডেরই তৃণমূল কর্মী।

আহত অটো চালকের মা বলেন, “ওই রানা বিশ্বাস এখানে তোলাবাজি করে। আমার ছেলের কাছেও ও টাকা চেয়েছিল। না দেওয়ার কারণেই মারধর করে। আমাদের গরীবদের জন্য কি কোনও আইন নেই। ওরা এভাবে ছাড় পেয়ে ঘুরে বেড়াবে?”

BJP Leader : বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ, উত্তেজনা শান্তিপুরে
উল্টোদিকে, অভিযুক্ত তৃণমূল কর্মীদের তরফে আক্রান্ত অটো চালকের বিরুদ্ধে তোলাবাজি করার অভিযোগ তোলা হয়েছে। গোটা ঘটনায় বেলঘড়িয়ায় অটো চালকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিষয়টি নিয়ে অভিযুক্ত রানা বিশ্বাসেরও কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে বেলঘড়িয়া থানায় অভিযোগ জমা হওয়ার পরেই তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ শুরু হয়। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতারও করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *