Uttar 24 Pargana BJP : ‘হেঁটে আসবেন! খাটে করে বাড়ি পাঠাব…’, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার – bjp leader raju banerjee controversial statement against trinamool congress


West Bengal News : পঞ্চায়েত নির্বাচনের রাজনৈতিক উত্তাপ তুঙ্গে জেলায় জেলায়। এই আবহে বিতর্কিত মন্তব্য রাজ্য BJP-র সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনের দিন তৃণমূলের ‘গুণ্ডারা’ বুথে এলে তাদের ‘খাটে করে’ বাড়ি পাঠিয়ে দেওয়া হবে বলে মন্তব্য BJP নেতার। তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বনগাঁ জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের।

Anurag Thakur Mamata Banerjee : শিবপুরে অশান্তির ঘটনায় মমতাকে তোপ অনুরাগের, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অসন্তোষ প্রকাশ
উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটায় পাঁচপোতায় একটি পথসভায় যোগদান করেছিলেন রাজ্য BJP-র সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেই রাজু হুমকির সুরে বলেন, “তৃণমূলের গুন্ডারা কান খুলে শুনে রাখুন, এবার পঞ্চায়েত ভোটের দিন বুথে এলে হেঁটে হেঁটে আসবেন। খাটে করে পাঠাব। কোনও দাদা, বাবা বাঁচাতে পারবে না।” গাইঘাটার পাঁচপোতায় এই পথসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক জোরালো আক্রমণ করেন তিনি।

শনিবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার পাঁচপোতাতে BJP-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি পথসভা ছিল। এই পথসভায় উপস্থিত ছিলেন রাজ্য BJP-র সহ সভাপতি রাজু ব্যানার্জি ও বনগাঁ দক্ষিণ কেন্দ্রের BJP বিধায়ক স্বপন মজুমদার, বনগাঁ জেলা BJP সভাপতি রাম পদ দাস সহ অন্যায় BJP নেতৃত্ব। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য BJP-র সহ-সভাপতি রাজু ব্যানার্জি

West Bengal BJP : দিলীপের জেলা সফরের মাঝেই BJP-তে ভাঙন, পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের কথা তুলে ধরে রাজু জানান, বাংলার বহু জায়গায় ভোটের দিন লুটপাট করা হয়েছিল। গণনার দিন ছাপ্পা মেরেছে তৃণমূলের গুণ্ডারা। সেই প্রসঙ্গেই রাজু বলেন, “এবার তৃণমূলের গুণ্ডারা কান খুলে শুনে রাখুন, এবার আসবেন হেঁটে হেঁটে, খাটে করে ফেরত পাঠাব।” তৃণমূলকে প্রতিরোধ করার জন্য ঠাকুরের অস্ত্র রাখুন বলে আহ্বান জানান রাজু।

BJP রাজ্য সহ-সভাপতির এই বক্তব্যের তীব্র নিন্দা করেছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, “আগামী পঞ্চায়েত নির্বাচনে ওদের ভরাডুবি হবে যেন হিংসা সৃষ্টি করবার জন্য এই ধরনের কথা বলছেন BJP নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিয়ে পারবে না। আমরা যতদূর সহ্য করতে পারব, ততদিন করব।” না হলে প্রশাসন এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

Bankura TMC : ফের তৃণমূল নেতার মুখে কুকথা! ঝাঁটা মারার নিদান ব্লক সভাপতির
প্রসঙ্গত, এর আগে মার্চ মাসেও শিলিগুড়ি থেকেও তৃণমূলের বিরুদ্ধে ত্রিশূল, তলোয়ার হাতে তুলে নেওয়ার কথা তুলে ধরেন রাজু বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে BJP কর্মীদের দেব অস্ত্র তুলে নেওয়ার ব্যাপারে নিদান দেন তিনি। এই মন্তব্যের প্রতিবাদ করা হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে। উত্তরপ্রদেশ, বিহারের রাজনীতির কায়দা বাংলায় নিয়ে আসার চেষ্টা করছে বলে জানায় তৃণমূল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *