Weather Forecast : ৭ বছরে উষ্ণতম এপ্রিল, আরও গরম পড়ার সম্ভাবনা – west bengal is witnessing hottest april in last 7 years


শীতলতম মার্চ ফেরাচ্ছিল স্বস্তি। কিন্তু, এপ্রিল আসতেই রুদ্রমূর্তি নিল আবহাওয়া। গত সাত বছরের মধ্যেই এটাই উষ্ণতম এপ্রিল, জানাচ্ছেন আবাহওয়াবিদরা। ২০১৬ সালের পর এখনও পর্যন্ত চলতি এপ্রিল মাস সবথেকে উষ্ণ। রবিবার পর্যন্ত বিভিন্ন জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

মার্চে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জেরে কলকাতার তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমেছিল। কিন্তু, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে রীতিমতো ভোলবদল আবহাওয়ার। সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। দুপুরে রোদের কড়া তেজে বাইরে বার হওয়া ‘অসম্ভব’। এই পরিস্থিতিতে সপ্তাহের শেষ দিনটিতে কেমন থাকবে আবহাওয়া?

Summer In Kolkata : আরও চড়বে তাপমাত্রার পারদ, ১০ তারিখের পর একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং রবিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৩১ শতাংশ।

রবিবার আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ। এদিন কলকাতার তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

Weather Forecast : ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি, আজই কলকাতায় স্বস্তির বৃষ্টি!
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিষ্ণুপুর, বাঁকুড়া, আসানসোল, বোলপুর,মুর্শিদাবাদের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির আশেপাশে পৌঁছে গিয়েছে। ১১ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বাংলায় ছয় থেকে সাতটি জেলার তাপমাত্রা পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

Weather Report : ছুটির দিনেও তুমুল বৃষ্টি! রবিতে কেমন থাকবে আবহাওয়া?
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা সামগ্রিকভাবে বৃদ্ধি পাবে। কিছু জেলায় তাপপ্রবাহের আশঙ্কা। দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কবে স্বস্তির বৃষ্টি?
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। আপাতত কালবৈশাখী বা নতুন কোনও সিস্টেমের পূর্বাভাসও দিতে পাচ্ছে না হাওয়া অফিস। ফলে এখনই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
Weather Report Today : সকাল থেকেই কাঠফাটা রোদ, ক্রমশ পারদ চড়ছে বঙ্গে
সতর্কতা…
প্রচণ্ড গরমে একগুচ্ছ সতর্কতা নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। হিট স্ট্রোকের মতো সমস্যা এড়াতে কড়া রোদে বাইরে বার হতে গেলে সাদা বা হালকা কোনও রংয়ের পোশাক পরতে হবে। প্রচুর পরিমাণ জল পান করতে হবে। পাশাপাশি বাইরে গেলে ছাতা এবং সম্ভব হলে সানগ্লাস মাস্ট। এই সময় ফার্স্ট ফুড এড়িয়ে যাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *