West Bengal Trending News : দিনভর চলত ঝগড়া, বউমাকে অপহরণের ছক শাশুড়ির? – one mother in law allegedly kidnap her daughter in law narendrapur police begins probe


West Bengal Latest News শাশুড়ি বউমার ‘যুদ্ধ’ চলত হামেশাই। শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গেও তাঁর খুব একটা বেশি বনিবনা ছিল না। কিন্তু, তা বলে সুপারি কিলার দিয়ে পুত্রবধূকে কিডন্যাপ করানোর চেষ্টা শ্বশুরবাড়ির লোকজনের? চাঞ্চল্যকর এই অভিযোগ ঘিরেই পড়েছে শোরগোল।

ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার কাদারহাটে ৷ পুত্রবধূর অভিযোগ, শ্বশুর বাড়ির সদস্যদের সঙ্গে কোনওদিনই তাঁর সেভাবে বনিবনা হয়নি। হামেশাই তাঁর সঙ্গে ঝগড়া হত শাশুড়ি পরী মণ্ডলের।

West Bengal Trending News : শ্বশুরবাড়ি ফেরার নাম করে ‘উধাও’ বধূ, কেঁদে ভাসাচ্ছেন দ্বিতীয় স্বামী
কিন্তু, তা বলে তাঁকে সুপারি কিলার দিয়ে কিডন্যাপের চেষ্টা করা হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। এই জন্য দু’লাখ টাকা দিয়ে দুষ্কৃতী ভাড়া করা হয়েছিল বলে অভিযোগ বধূর। তাঁর দাবি, “বারুইপুর এসপি অফিস থেকে এসেছেন এই পরিচয় দিয়ে দুই ব্যক্তি আমাকে তুলে নিয়ে যায়। পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিরা বারুইপুরের একটি বাড়িতে আমাকে আটকে রাখে। সেখানে একজনের সাহায্য আমি কোনও মতে বেরিয়ে আসি।” এই গোটা ঘটনার প্রেক্ষিতে নরেন্দ্রপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ।

Fake Flight Ticket : আসল না নকল ধরতে পারবেন না! নরেন্দ্রপুরে ভুয়ো বিমান টিকিটের রমরমা কারবারে বাড়ছে উদ্বেগ
বধূর থেকে অভিযোগ পেয়েই তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। ঘটনার তদন্তে নেমে বধূর শ্বাশুড়ি পরী মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির অন্য তিন অভিযুক্ত পলাতক। ধৃতের বিরুদ্ধে ৩৬৩, ৩৬৫, ৪১৯, ৩৮৬ ও ১২০বি ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ বাকি তিনজনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

জানা গিয়েছে, ওই বধূর বাড়ি সোনারপুরেরই বিদ্যাধরপুর এলাকায় ৷ ২০১৫ সালে তাঁর বিয়ে হয়। একটি সন্তানও রয়েছে তাঁর। কিন্তু, ননদ এবং শাশুড়ি তাঁকে পছন্দ করতেন না। স্বামীকে নেশাগ্রস্ত করে রাখা হত বলেও অভিযোগ তুলেছেন ওই বধূ।

Kerala Train Fire: যাত্রী বোঝাই গোটা ট্রেন পোড়ানোর ছক? কেরালাকাণ্ডে জালে অভিযুক্ত
তাঁর আরও দাবি, শ্বশুরবাড়ির লোকজন চাইতেন না তাঁর স্বামীর সঙ্গে সম্পর্ক থাকুক। আর সেই কারণেই তাঁরা বারংবার তাঁর উপর চাপ সৃষ্টি করতেন। বধূ দাবি করেছেন, “আমার স্বামী ছয় মাস ধরে কোথায় রয়েছেন তা আমাকে বলা হয়নি। আমি দিশেহারা। স্বামীকে নিয়েও অন্ধকারে রয়েছি।”

Recruitment Scam : শিক্ষা দফতরে চাকরির জন্য ৩ লাখ দিয়ে প্রতারিত তরুণী
ইতিমধ্যেই পরী মণ্ডলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যদিও সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে চুপ থেকেছেন তিনি। তাঁকে একাধিকবার প্রশ্ন করেনব সাংবাদিকরা। কিন্তু, সমস্ত প্রশ্নের জবাবে তিনি নিঃশ্চুপই থেকেছেন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনায় যাবতীয় দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা। শুরু হয়েছে তদন্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *