ট্রায়াল রানের চূড়ান্ত প্রস্তুতি, গঙ্গা নিচে কবে গড়াবে মেট্রোর চাকা? Preparation in final stage for metro trial under Gange


শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: গঙ্গার নিচ দিয়ে কবে গড়াবে মেট্রোর চাকা? ট্রায়াল রানের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। সল্টলেক সেক্টর ৫ থেকে দুটি ট্রেন এবার পৌঁছে গেল এসপ্ল্যানেড স্টেশনে। ওই ট্রেনকেই এসপ্ল্যানেড থেকে গঙ্গার নিচ দিয়ে নিয়ে যাওয়া হবে হাওড়া ময়দানে।

মেট্রো পথে জুড়ছে শহর। কলকাতায় একাধিক রুটে কাজ চলছে জোরকদমে। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে প্রথমে পরিষেবা চালু হয় সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। এখন শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলছে। এই প্রকল্পেই জুড়বে এসপ্ল্যানেড ও হাওড়া ময়দান। কীভাবে? গঙ্গার নিচে মেট্রোর করিডোর তৈরি কাজ প্রায় শেষ। 

আরও পড়ুন: Nirmal Maji: সামনেই পঞ্চায়েত; রাস্তাঘাটে মমতার প্রকল্পের কথা বলুন, চিকিত্সকদের পরামর্শ নির্মল মাজির

ট্রায়াল রান কবে? রবিবার ৯ তারিখ-ই নাকি গঙ্গার নীচ দিয়ে প্রথম ছুটবে মেট্রো! এমনই খবর ছড়িয়ে পড়েছিল সর্বত্র। এরপর বিজ্ঞপ্তি জারি করে মেট্রোর জনসংযোগ আধিকারিক  কৌশিক মিত্র জানান, ট্রায়াল রান নয়, সেদিনই শুধুমাত্র রেক সরানো হবে। সেইমতো এদিন সল্টলেক সেক্টর ৫ থেকে ব্যাটারিচালিত দুটি ট্রেনকে আনা হল এসপ্ল্যানেড স্টেশনে। গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত ট্রায়াল রান হবে খুব তাড়াতাড়়িই।

এদিকে মেট্রোর কাজ করতে গিয়ে বউবাজারে ফের ফের বিপর্যয় ঘটে গত বছর। স্রেফ বাড়ি নয়, ২০২২-র মে মাসে ফাটল ধরে ছিল রাস্তায়ও! এদিন সেক্টর ৫ থেকে বউবাজারে নিচ দিয়ে কিন্তু নির্বিঘ্নেই মেট্রো পৌঁছে গেল এসপ্ল্যানেডে। ফলে প্রাথমিকভাবে স্বস্তিতে মেট্রো কর্তারা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *