Asansol Accident : মাঝরাতে বাইকের পিছনে ডাম্পারের ধাক্কা, মৃত্যু ২ BJP কর্মীর – asansol road accident 2 bjp members died


Paschim Bardhaman News : আসানসোলের বারাবনি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই BJP কর্মী। গতকাল রবিবার রাতে আসানসোলের বারাবনি থানার আমডিহা পেট্রল পাম্পের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত দুই BJP নেতার নাম বাবলু সিং ও মহেন্দ্র সিং। মৃত দুই ব্যক্তি বারাবনির দাসকেয়ারির বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোল গৌরাংডি রুটে মোটরবাইকে সওয়ার হয়ে যাচ্ছিলেন দুজন। তখনই একটি ডাম্পার তাদের ধাক্কা দিয়ে পালায়।

Kolkata Accident : ডিউটিতে যোগ দিতে গিয়ে মাঝ রাস্তায় বিপত্তি, লরির ধাক্কায় মৃত পুলিশ কনস্টেবল
যদিও ঘাতক ডাম্পারটিকে ধরা সম্ভব হয়নি। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওই দুজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ডাক্তার তাঁদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে আসেন BJP-র আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে, BJP-র রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। দিলীপ দে জানান, “লড়াকু কর্মী ছিলেন বাবলু সিং ও মহেন্দ্র সিং।

Bardhaman Accident : জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর ভ্যানে ধাক্কা লরির, দুর্ঘটনায় মৃত ২
বাবলু বারাবনি মণ্ডল দুইয়ের সাধারণ সম্পাদক ছিলেন, মহেন্দ্র সিং ছিলেন ওই মণ্ডলেরই সহ সভাপতি। পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় আমরা রহস্যের গন্ধ পাচ্ছি। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। এতদিন ধরে ওরা এই রস্তায় যাতায়াত করে, হঠাৎ রবিবার রাতেই এরকম কেন হল? যদিও এই তদন্ত রাজ্য প্রশাসন করতে পারবে না।

Kolkata Road Accident : দমদম পার্ক মোড়ে ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি ৪
দুই পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে আমরা CBI তদন্তের আবেদন জানাবো। যদি CBI তদন্ত করে, তাহলে সঠিক তথ্য বেরিয়ে আসবেই”। BJP-র রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, “একটি ডাম্পার রাতের অন্ধকারে ধাক্কা মারল, আর পালিয়ে গেল, শুধুমাত্র একটি দুর্ঘটনা বলে এটা মনে হচ্ছে না। এর পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে।

Hooghly News : BJP-র দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ, রাজনৈতিক টানাপোড়েন গোঘাটে
আমরা এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানাবো। বিষয়টি উচ্চ নেতৃত্বকেও জানানো হবে। বারাবনি এলাকায় আমাদের সংগঠন যথেষ্ট ভালো। আর এই সংগঠন গড়ে তোলার কাজে বাবলু ও মহেন্দ্রর যথেষ্ট অবদান ছিল”। যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন, এই রাস্তা যথেষ্ট দুর্ঘটনাপ্রবণ। রাস্তাটিতে কোনও ডিভাইডার নেই।

তাই যখন তখন বড় লরি, ডাম্পার এগুলি যে কোনও দিক দিয়ে মুখোমুখি চলে আসে। আর তার ফলেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বাড়ে। এছাড়াও স্থানীয়রা জানিয়েছেন রাস্তাটি খুবই খারাপ অবস্থায় রয়েছে। এই রাস্তায় সঠিকভাবে বাইক বা দু’চাকার গাড়ি চালানো মুশকিল। প্রশাসনের তরফ থেকে কোনও হোলদোল নিয়ে রাস্তাটি মেরামত করার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *