Buxa Tiger Reserve : বাইসন মারার অভিযোগে বক্সায় ধৃত ২ চোরাশিকারি – two poachers arrested in buxa for murdering bison


এই সময়, আলিপুরদুয়ার: ফের বাইসন হত্যা বক্সা ব্যাঘ্র প্রকল্পে। বন দপ্তরের দাবি, বক্সা ব্যাঘ্র প্রকল্প (পশ্চিম)-এর পানা রেঞ্জের জঙ্গলের গভীরে একটি পূর্ণবয়স্ক বাইসনকে গুলি করে হত্যা করে তার মাংস নিয়ে চম্পট দেয় তিন চোরাশিকারি। তদন্তে নেমে বন দপ্তর ওই বাইসন শিকারে ব্যবহৃত দেশি বন্দুক ও বাইসনটির দেহাংশ গোয়েন্দা কুকুরের সাহায্যে উদ্ধার করে।

Buxa Tiger Reserve : বক্সার ছবির বাঘ আসলে পরিযায়ী, মানলেন বনকর্তা
তার পরেই বাইসন হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয় শান্ত বাহাদুর রাই ও সুখমন রাইকে। তৃতীয় এক অভিযুক্ত ফেরার। তদন্তের স্বার্থেই ওই পলাতকের নাম প্রকাশ করেনি বন দপ্তর। ধৃতদের হেফাজত থেকে মৃত বাইসনটির মাংস উদ্ধার হয়েছে বলে দাবি বন দপ্তরের।

বছরের এই সময়ে শিকার উৎসবে মেতে ওঠার প্রথা রয়েছে বনবস্তির বাসিন্দাদের মধ্যে। স্বাভাবিক ভাবেই এই সময় শিকার রুখতে বাড়তি সাবধানতা নিয়ে থাকে বন দপ্তর। তারপরেও কড়া নজরদারি এড়িয়ে ওই তিন দুষ্কৃতী ঠিক কীভাবে একটি আস্ত বাইসনকে গুলি করে হত্যা করল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Buxa Tiger Reserve Forest : বন সুরক্ষায় এবার নামছে বাইক বাহিনী, দাপিয়ে বেড়াবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে
ইতিপূর্বেও বক্সার জঙ্গলে বেশ কয়েকটি বাইসনকে হত্যা করে মাংস লোপাট করার নজির রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পে। ঘটনা ঘটে যাওয়ার পর বন দপ্তরের গোয়েন্দা কুকুর করিমের তৎপরতায় চিহ্নিত হয় চোরাশিকারিরা। আপাতত ধৃতরা কারাবাসে রয়েছে। বাইসন হত্যায় ধৃতদের বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় মামলা রুজু করেছে বন দপ্তর।

Tiger Census 2023 : সেঞ্চুরি সুন্দরবনে, বাঘের ছবিতে আশা উত্তরে
বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমের উপক্ষেত্র অধিকর্তা প্রবীণ কাসোয়ান বলেন, ‘বাইসনটিকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি নজরে আসতেই আমরা তৎপরতার সঙ্গে অপরাধীদের গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। বন দপ্তর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *