DA News Today: শহিদ মিনার থেকে ডিএ আন্দোলনকারী মঞ্চের উচ্ছেদ চেয়ে আদালতে সেনাবাহিনী – indian army appeal to calcutta high court to give order to remove da protest stage from shahid minar


বকেয়া ডিএ দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে মামলার পাশাপাশি শহিদ মিনারে ধরনা অবস্থানে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু, এবার সরকারি কর্মীদের ওই ধরনা মঞ্চ নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ সেনা।

বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সেনা বাহিনী। এই বিষয়ে আগেই দায়ের হয়েছে মামলা। শুক্রবার মামলার শুনানির আশ্বাস মিলেছে আদালতের তরফে।

DA Protest Today : আজ থেকে দিল্লিতে ডিএ আন্দোলন, ক্ষুব্ধ রাজ্য

সেনার বক্তব্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার অনুমতিতে শহিদ মিনারে সেনার জায়গায় অবস্থানে বসেছিল সরকারি কর্মীরা। তাদের অবস্থানের সময়ও বেঁধে দেওয়া ছিল। কিন্তু নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পরেও তারপরেও তারা ওই জায়গা ছাড়েনি বলে জানিয়েছে সেনাবাহিনী। তাদের দাবি, আদালতের দেওয়া সময়সীমা উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও ওই জায়গা দখল করে তারা লাগাতার অবস্থান চালাচ্ছে।

উল্লেখ্য, রাজ্য সরকারের প্রতি বঞ্চনার প্রতিবাদে এবং কেন্দ্রীয় হারে ডিএ-এর দাবিতে আন্দোলনে চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সরকারের বিভিন্ন দফতরে কর্মরত কর্মীদের ৩৬টি সংগঠনের যৌথ সংগ্রামী মঞ্চ গত ৭৪ দিন ধরে শহিদ মিনারের পাদদেশে মঞ্চ বেঁধে আন্দোলন চালাচ্ছে। সেই বকেয়া ডিএ-এর দাবি পূরণ হওয়ার আগেই এবার সেখান থেকে আন্দোলন মঞ্চ সরানোর দাবি উঠল।

DA Protest News : মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ, হাজিরা খাতায় সই করে কর্মবিরতি DA আন্দোলনকারীদের

এই সময় ডিজিটালকে আন্দোলনকারী কিঙ্কর অধিকারী এই মামলার প্রতিক্রিয়ায় বলেন, ”আমরা কোর্টের কাছে অনুমতি নিয়েই নিজেদের দাবি তুলে ধরতে শহিদ মিনারের পাদদেশে ধরনায় বসেছি। এখন আদালত যা বলবে সেটাই হবে। তবে আন্দোলন তাতে থেমে থাকবে না।”

DA Case In Supreme Court : DA মামলায় বড় আপডেট, ১১ এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি

অন্যদিকে রাজধানীর দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ডিএ আন্দোলনের জল। কেন্দ্রীয় বকেয়া ডিএ-এর দাবি নিয়ে যন্তরমন্তরে দুদিন ব্যাপী অবস্থান বিক্ষোভে ডিএ আন্দোলনকারীরা। ১০ ও ১১ এপ্রিল জুড়ে দিল্লিতে ধরনা অবস্থানে সামিল হতে সোমবার সকালেই দিল্লি পৌঁছেছেন প্রায় ৩০০ রাজ্য সরকারি কর্মচারী। অফিসে ছুটি নিয়েই আন্দোলনে সামিল রাজ্য সরকারি কর্মচারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *