Howrah Station : হাওড়া স্টেশন থেকে ফের লাখ লাখ টাকার রুপোর গয়না উদ্ধার, পুলিশের হাতে আটক ১ – howrah station police caught 1 with silver jewellery


West Bengal News : বিরাম নেই পাচারে। আর পাচারকারীদের পিছনে জোঁকের মতন লেগে রয়েছে RPF ও অন্যান্য এজেন্সিগুলিও। আর সেই কারনে রাজ্যের ব্যস্ততম হাওড়া স্টেশন থেকে উদ্ধার হচ্ছে একের পর এক গয়না, টাকা, এমনকি বিদেশি মুদ্রাও। সপ্তাহ তিনেক আগেই প্রায় এক কোটি টাকার সোনার গয়না উদ্ধার হওয়ার পর এবার স্টেশন থেকে উদ্ধার হল বিপুল পরিমান রুপোর গয়না।

Siliguri News : কোটি কোটি টাকার সোনা পাচার করতে অভিনব পাইপ তৈরি, শেষ রক্ষা হল না অভিযুক্তদের
ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড এবং RPF পোস্ট হাওড়া (উত্তর)-এর আধিকারিকরা হাওড়া রেলওয়ে স্টেশনের পুরনো কমপ্লেক্স থেকে সন্দেহজনকভাবে একটি ব্যাগ বহনকারী এক ব্যক্তিকে আটক করেন৷ এরপর ওই ব্যক্তিকে ভালোভাবে অনুসন্ধান করলে দেখা যায়, তিনি প্রচুর টাকার রুপোর গয়না নিয়ে স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। RPF তার দখল থেকে প্রায় ৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের আনুমানিক ১১.২ কেজি রুপোর গয়না উদ্ধার করে। এই ব্যাপারে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি বা উদ্ধারকৃত অলঙ্কারের সমর্থনে কোনও সহায়ক নথিও উপস্থাপন করতে পারেননি।

Malda News : মালদা থেকে উদ্ধার রাশি রাশি জাল নোট, STF-এর হাতে ধৃত পাচারকারী
তারপরে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত রুপোর গয়না সহ আরও বিশদে তদন্তের জন্য কলকাতার কাস্টমস আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয়। RPF সূত্রে খবর, ওই ব্যক্তি একটি ব্যাগ নিয়ে স্টেশনের পুরনো কমপ্লেক্সে রহস্যজনকভাবে ঘোরাঘুরি করছিলেন।

Dakshin 24 Pargana : কুলতলিতে পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র
অনেকক্ষণ ধরে তাঁকে ঘুরতে দেখে স্টেশনেরই এক কর্মী RPF-কে খবর দেন। সেই সময় RPF কর্মীরা ও ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড যৌথভাবে ওই ব্যক্তিকে হাতেনাতে ধরেন। প্রসঙ্গত উল্লেখ্য, তিন সপ্তাহ আগেই প্রায় এক কোটি টাকার সোনার গয়না ও সোনার বার উদ্ধার করা হয় হাওড়া স্টেশন থেকে।

Indian Railways : হাওড়া, কলকাতা স্টেশনে এবার বিমানবন্দরের ‘লুক’
এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরপ্রদেশের এক বাসিন্দা। হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করে RPF এর বিশেষ বাহিনী। অভিযুক্ত ব্যক্তি ও উদ্ধার হওয়া সোনা শুল্ক বিভাগের হাতে তুলে দেওয়া হয়। ওই সোনার গয়নার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি পাঁচ হাজার টাকা।

যদিও ওই ব্যক্তি তার সঙ্গে থাকা বিপুল পরিমাণের সোনার গয়নার স্বপক্ষে কোনও উপযুক্ত তথ্য প্রমাণ দিতে না পারায় এবং তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয়। খবর দেওয়া হয় কাস্টমস অফিসারদের। কাস্টমস অফিসারদের হাতে সোনার গহনা ও বাট সহ ওই ব্যক্তিকে তুলে দেয় RPF।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *