Mid Day Meal : মিড ডে মিলের চালে পোকা! কুলতলির স্কুলে বাসিন্দাদের বিক্ষোভ – dakshin 24 parganas kultali school insects in rice of mid day meal


Dakshin 24 Parganas : রাজ্যে মিড ডে মিল নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ার নাম নিচ্ছে না। প্রায় দিনই রাজ্যের কোনও না কোনও জায়গা থেকে মিড ডে মিলের খাবার নিয়ে অভিযোগের খবর উঠে আসছে। এবার মিড ডে মিলের চালে পোকা পাওয়া গিয়েছে এই খবরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিন ২৪ পরগনা জেলার কুলতলিতে ৷ এই খবর পেয়ে ঘটনাস্থলে BDO গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা ৷

Malda News : স্কুল থেকে টাকা চুরি করায় ছাত্রকে বকুনি, পালটা শিক্ষিকাকে বেধড়ক মারধর পড়ুয়ার মায়ের!
এদিকে, পোকা চাল BDO-র নির্দেশে নিয়ে চলে যাওয়া হয়েছে তাঁর অফিসে ৷ পরিবর্তে অন্য চাল দেওয়া হবে বলে জানিয়েছেন কুলতলির BDO বীরেন্দ্র অধিকারী৷ ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে কুলতলির কীর্তনখোলা প্রাথমিক বিদ্যালয়ে৷ এদিন প্রাথমিক বিদ্যালয়ের গোডাউন খোলা হলে দেখা যায় যে চালের ড্রামে রাখা চাল পোকায় ভর্তি হয়ে গিয়েছে ৷ সেই খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকরা এসে স্কুলে বিক্ষোভ দেখান ৷

Malda News : রাস্তা না থাকায় বিয়ে হয় না বাসিন্দাদের! মালদার গ্রামে ভোট বয়কটের ডাক
সেই কারনে আজ খাবার পাননি স্কুলের ছাত্র ছাত্রীরা৷ অভিভাবকদের অভিযোগ, মিড ডে মিলের চালে পোকা দেখতে পান তারা৷ এখানকার খাবার খেয়ে এর আগে অনেকেই অসুস্থ হয়েছেন বলে জানান রশিদা সর্দার নামের স্থানীয় এক মহিলা৷ আজ চালে পোকা পাওয়ার বিষয়ে ক্ষোভ উগড়ে দেন ৷ এই বিষয়ে তিনি বলেন, “আজকে আমরা চালের মধ্যে পোকা পেয়েছি ঠিক কথা, কিন্তু এই স্কুলের রান্না নিয়ে আমাদের অনেকদিন থেকে অভিযোগ রয়েছে। এখানে পড়ুয়াদের ভালো খাবার দেওয়া হয়না। প্রায় দিনই মিড ডে মিলের রান্না বন্ধ থাকে এই স্কুলে। এই নিয়ে আমরা প্রশাসনকে বেশ কয়েকবার জানিয়েছি।

Bratya Basu: ক্লাস পিছু ৩০০ টাকা! বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বেতন বৈষম্য বিতর্কে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
কিন্তু কাজ হয়নি। আর এদিকে আজ আবার চালে পোকা দেখলাম। এসব দেখে আমরা আর চুপ করে থাকতে পারছি না”। এই স্কুলে রান্না করা নিয়ে দুটি স্বনির্ভর গোষ্ঠীর গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল দীর্ঘদিন ধরে৷ এদিন তারাও একে অপরের বিরুদ্ধে ঝামেলায় জড়িয়ে পড়লে স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায় ৷

BDO বীরেন্দ্র অধিকারী অবশ্য জানিয়েছেন, “ঝামেলা না মিটলে অন্য গ্রুপকে দিয়ে রান্নার কাজ করানো হবে” ৷ স্কুলে পানীয় জল সহ অন্যান্য যে সমস্ত সমস্যা রয়েছে তা দ্রুত সমাধানের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *