Nadia News : জমিতে বাঁশের খুঁটি পোঁতা নিয়ে বিবাদ, প্রতিবেশীর ধারালো অস্ত্রের কোপে জখম ৫ – fight between two families on land issue in santipur


West Bengal News : যত নষ্টের গোড়া একটি বাঁশের খুঁটি। অন্যের জমিতে খুঁটি পোঁতাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বচসা, মারামারি। শাবল, কাটারি দিয়ে মারা হল একের পর এক কোপ। একই পরিবারের পাঁচজনকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার শান্তিপুরে। সামান্য বাঁশ পোঁতা এরকম নৃশংস ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারাও।

স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর অঞ্চলের হালদারপাড়ার। আহত পরিবারের সদস্য মথুরা স্যান্ডেলের অভিযোগ, আজ সকালে তাঁদের বাড়িতে একটি বাঁশের খুঁটি পোতে প্রতিবেশী পরিবারের সদস্যরা। তাঁরা এর প্রতিবাদ করেন। আমাদের জায়গায় কেন বাঁশের খুঁটিপোঁতা হবে? প্রশ্ন তোলেন তাঁরা।

Uttar 24 Pargana : তোলাবাজির অভিযোগে অটো চালককে বেধড়ক মার, গ্রেফতার ২ তৃণমূল কর্মী
অভিযোগ, এরপরেই লোহার শাবল, ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে আচমকাই হামলা চালায় প্রতিবেশীরা। শুরু করে এলোপাথাড়ি কোপ। ঘটনার জেরে গুরুতর আহত হয় দুজন পুরুষ, কয়েক মহিলা, এছাড়াও এক কিশোরীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পরিবারের কিশোর পরীক্ষার দিতে যাওয়ার সময় তাকেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

আহতরা প্রত্যেককেই শান্তিপুর হাসপাতালে আসে চিকিৎসার জন্য। একজনের অবস্থা অতি আশঙ্কাজক হওয়ায় চিকিৎসকেরা কল্যাণীর জিএনএম হাসপাতালে স্থানান্তর করে। তবে এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছেন আক্রান্তরা।

Hooghly News : মুখে স্প্রে দিয়ে অচৈতন্য অবস্থায় যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ৩ যুবক
আহত পরিবারের দাবি, তারা যদি ক্ষতবিক্ষত অবস্থাতে বাড়ি থেকে না বেরিয়ে আসতেন তাহলে প্রাণে মেরে ফেলা হত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যদিও বিষয়টি নিয়ে অভিযুক্ত পরিবারের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

আক্রান্ত পরিবারের এক সদস্য বলেন, “আমাদের উঠোনে বাঁশ পুঁতেছিল। আমরা বলতে গিয়েছি, সেই সময় শাবল, হাতুড়ি নিয়ে এসে এলোপাথাড়ি কোপ বসাতে থাকে। আমাদের পরিবারের প্রায় সকলেই কম বেশি আহত হয়েছে।” দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন প্রত্যেকেই।

পরিবারের আরেক সদস্যা জানান, ওঁরা বাঁশ পোঁতার পর আপত্তি জানানো হয়েছিল। জমি নিয়ে এরপর দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর আক্রান্ত পরিবারের তরফে জমি মেপে নেওয়ার প্রস্তাবও দেওয়া হয় বলে দাবি। কিন্তু অপরপক্ষ ঝামেলার নিরসন করেনি।

Cooch Behar News : শীতলকুচির ছায়া মাথাভাঙায়! ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মারধর উন্মত্ত প্রেমিকের
উলটে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। মারামারিতে বাদ দেওয়া হয়নি পরিবারের বাচ্চাদেরও। ঘটনা জানাজানি হওয়ার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে শান্তিপুর থানায় অভিযোগ করা হবে বলে জানান আক্রান্ত পরিবারের সদস্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *