Sital Kapat- Ajit Maity : ‘রেজিস্টার্ড ডাকাত…’, তৃণমূল নেতাকে নিয়ে বিস্ফোরক BJP বিধায়ক – bjp mla sital kapat attacked trinamool congress leader ajit maity


কয়েকমাসের মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এর মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। যখন গোটা রাজ্যজুড়ে একের পর এক দুর্নীতিতে শাসকদলের নাম জড়িয়েছে, তখনই অজিতকে ‘রেজিস্টার্ড ডাকাত’ বলে আক্রমণ করেন শীতল।এখানে থেমে থাকেননি শীতল। অজিতের বিরুদ্ধে আরও এক বিস্ফোরক এনেছেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে অজিত বারবার যোগাযোগের চেষ্টা করেন বলেও অভিযোগ শীতলের। সম্প্রতি ঘাটালে শীতল কপাটের জয় নিয়ে কটাক্ষ করেছিলেন অজিত, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁকে জোরাল আক্রমণ করেন শীতল।

Kurmi Protest: ‘কিছু কুড়মি নেতা অন্য রাজনৈতিক দলের হয়ে গান গাইছেন…’, আন্দোলনকে কটাক্ষ করে ভোটে লড়ার চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটালের বিজেপি বিধায়ক বলেন, “তৃণমূলের অন্যতম রেজিস্টার্ড ডাকাত অজিত মাইতি। উনি বিভিন্ন কয়লা বালি পাথর খাদানের সঙ্গে যুক্ত রয়েছেন। উনি বারে বারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কারণ উনি জানেন কোনও মুহূর্তে ওনাকে জেলখানায় যেতে হতে পারে। যোগাযোগের রাস্তা খুঁজে না পেয়ে উনি ইদানিং উলটোপালটা মন্তব্য করছেন।”

পিংলার বিধায়ক অজিতকে নিয়ে শীতল কপাটের এমন মন্তব্যের পিছনে একটি নির্দিষ্ট কারণ রয়েছে। গত ৩ রা এপ্রিল চন্দ্রকোনার ঝাঁকরা হাইস্কুল মাঠে কৃষক সমাবেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্তর টানাপোড়েনের পর হাইকোর্ট সেই সভা নিয়ে শুভেন্দুকে অনুমতি দিয়েছিল।

Suvendu Adhikari Meeting : আদালতের নির্দেশে দেরিতে হলেও শুভেন্দুর সভা হচ্ছে চন্দ্রকোণায়, উচ্ছ্বসিত গেরুয়া শিবির
শুভেন্দুর সভার পালটা ৭ এপ্রিল ওই মাঠে সভা করে তৃণমূল। ওই সভা থেকে শুভেন্দুর বক্তব্যের পালটা জবাব দেওয়া হয়েছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে সায়নী ঘোষ সহ জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতি তৃণমূলের সভায় উপস্থিত ছিলেন।

জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজিত মাইতি ঘাটালে দলের নেতৃত্বদের ঐক্যবদ্ধ রাখার বার্তা দিতে গিয়ে বিজেপি বিধায়ক শীতল কপাট, খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণকে কটাক্ষ করেন। ঘাটাল বিধানসভায় শীতল কপাটের জয় নিয়ে অজিত বলেন, “কোনওক্রমে এক হাজার ভোটে শীতল কপাট জিতে গিয়েছে। বিরোধী দলনেতা যে পাম্প খাইয়েছে, লোকসভা ভোটে সেই দোকান বন্ধ করতে দেব। যখন যাঁকে দরকার তখন তাঁকে আমরা দলে নিয়ে নেব, সে শীতল হোক বা হিরণ।”

Suvendu Adhikari Anubrata Mondal: ‘কেষ্ট ছিলেন মঙ্গলকোটের মুখ্যমন্ত্রী, …আলালের ঘরের দুলাল’, কটাক্ষ শুভেন্দুর
ঘাটালের শীতল কপাট ও খড়গপুরের হিরণ চট্টোপ্যাধায়ের তৃণমূল যোগদান নিয়ে জল্পনা দীর্ঘদিনের। কয়েকদিন আগেই হিরণ ও অজিত মাইতির ভাইরাল ছবি ঘিরে তোলপাড় শুরু হয়েছিল। যদিও সেই জল্পনা খারিজ করে দিয়েছেন তারকা বিধায়ক। আগামী দিনে এঁরা তৃণমূলে যোগ দেন কিনা সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *