Theft In Government Office : CCTV-র তার কেটে সরকারি দফতরে দুঃসাহসিক চুরি! খোয়া গেল হাজার হাজার টাকা – theft incident from land registry office at jhargram


West Bengal News : সিভিটিভি ক্যামেরার লাইনের তার কেটে সরকারি অফিসে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি। জমি রেজিস্ট্রি অফিস থেকে চুরি গেল আঠারো হাজার টাকা। তবে গুরুত্বপূর্ণ কোনও নথি চুরি যায়নি বলে দাবি। ঘটনাটি ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে জমি রেজিস্ট্রি অফিসের ঘটনা।

তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। তবে সরকারি দফতরে চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, সোমবার সকালে ঝাড়গ্রাম জমি রেজিস্ট্রি অফিসের দরজা খুলে দেখা যায় অফিসের রেকর্ডরুমে সমস্ত নথিপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

Jhargram News : প্রাতর্ভ্রমণে বেরিয়ে গলায় টান, বৃদ্ধার হার ছিনতাই করে পালাল সাইকেল আরোহী দুষ্কৃতী
অফিসের মধ্যে থাকা আলমারিটাও ভাঙা অবস্থায় রয়েছে। অফিসের মধ্যে থাকা CCTV ক্যামেরার তার গুলি কাটা অবস্থায় রয়েছে বলে দেখেন সরকারি আধিকারিক। এটা দেখার পরেই অফিসের ওই কর্মচারী তড়িঘড়ি জমি রেজিস্ট্রি অফিসের অফিসার রবীন্দ্রনাথ সাউকে বিষয়টি জানায়।

এরপরেই বিষয়টি জানানো হয় ঝাড়গ্রাম থানায়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ। জমি রেজিস্ট্রি অফিসের আধিকারিক রবীন্দ্রনাথ সাউ বলেন, “সকাল ৮ টা ৪৫ এর সময় অফিসের চাবি খুলে দেখা গেল রেকর্ড রুমের চাবি খোলা রয়েছে। রেকর্ডরুমের ভেতরে সমস্ত কিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়াও আমাদের রেকর্ড রুমের মধ্যে যে আলমারিটি রয়েছে, সেই আলমারিটিতে ১৮০০০ টাকা ছিল তা কিন্তু চুরি হয়ে গিয়েছে।”

Jhargram News : মাঝরাতে ঝাড়গ্রামে বস্তার গোডাউনে আগুন, মৃত্যু ১! ক্ষতি ১৫ লাখ টাকার
তিনি আরও বলেন, “রেকর্ডরুমের সমস্ত কিছু মোটামুটি ঠিক রয়েছে। আমি সাথে সাথে বিষয়টি পুলিশকে জানাই।” ঘটনায় পুলিশ FIRও করেছে। বিষয়টি উদ্ধাতন কর্তৃপক্ষ কেউ জানানো হয়েছে। অফিসের মধ্যে CCTV ক্যামেরা লাগানো ছিল, সেইগুলির তার কেটে ফেলা হয়েছে। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

পুলিশ সূত্রে খবর, জমি রেজিস্ট্রি অফিসের পেছনের দরজা ভেঙে ভিতরে ঢুকেছিল চোরের দল। তারপরে CCTV ক্যামেরার লাইনের তার কেটে অফিসে চুরি করে। অনেকের আশঙ্কা, জমি রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে বহু গুরুত্বপূর্ণ জমির নথি রয়েছে।

সেই নথি হাতানোর উদ্দেশ্য চুরির ঘটনা ঘটতে পারে। যদিও জমি রেজিস্ট্রি অফিসের আধিকারিক রবীন্দ্রনাথ সাউ জানিয়েছেন, “জমির সমস্ত রেকর্ড ঠিক রয়েছে।”
উল্লেখ্য, ঝাড়গ্রাম শহরে কয়েক মাসের মধ্যে ফাঁকা বাড়িগুলিকে চিহ্নিত করে একাধিক চুরির ঘটনা ঘটেছে।

Nadia News : ঘুমের ওষুধ স্প্রে করে দুঃসাহসিক চুরি শান্তিপুরে, খোয়া গেল লক্ষাধিক টাকার গয়না
কিছুদিন আগেই ঝাড়গ্রাম শহরে মর্নিং ওয়ার্কে বেরিয়ে ছিলেন এক বৃদ্ধা। সাইকেল নিয়ে এসে সোনার হার গলা থেকে ছিনতাই করে পালিয়ে যায় এক দুষ্কৃতী। এই সকল ঘটনার মধ্যেই ফের ঝাড়গ্রাম শহরে সরকারি অফিসে চুরির ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে অরণ্য শহরে। ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য বলেন , “ঘটনায় এফআইআর হয়েছে। তদন্ত করছে পুলিশ।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *