Uttar 24 Parganas : বারাসত হাসপাতাল চত্বরে আচমকাই আগুন, আতঙ্কিত রোগীর পরিজনরা – barasat hospital fire case patients family members are afraid


West Bengal News : হাসপাতাল স্বাস্থ্য পরিষেবা দেয়। আর সেই হাসপাতালেই রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। তাই বারাসত হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেন বারাসত দমকল দফতরের এক আধিকারিক। রবিবার বিকেলে হঠাৎই বারাসত হাসপাতাল চত্বরে আগুন লাগে। এলাকার মানুষ ও দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে হাসপাতাল চত্বরে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় রোগীর পরিজনদের মধ্যে। আর হাসপাতালে আগুন নেভাতে এসে দমকল দফতরের প্রশ্ন হাসপাতালে পরে থাকা নোংরা আবর্জনা ভ্যাট নিয়ে।

Hooghly News : ডানকুনির খাটালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ৪০টি গবাদি পশুর
এদিনের এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে নাগরিক পরিষেবা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে হাসপাতাল চত্বরে থাকা ইলেকট্রিক ট্রান্সফর্মারের সামনে জমে থাকা নোংরা আবর্জনায় আগুন লেগে যায়। পরে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। পাশে থাকা ইলেকট্রিকের তার পুড়ে যায়। সাময়িকভাবে ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা।

Murshidabad Fire Incident : ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩০ টি বাড়ি, সাহায্যের আর্তি সর্বশান্ত গ্রামবাসীদের
তবে হাসপাতালের পক্ষ থেকে জেনারেটর চালিয়ে চিকিৎসা পরিষেবা সচল রাখা হয়। স্থানীয় বাসিন্দা সুকুমার ঘোষ বলেন, “নোংরা আবর্জনা ইলেকট্রিক ট্রান্সফর্মারের সামনে পড়ে থাকে। রোগীর পরিবারের লোকজন হয়তো অসাবধানতাবশত এখানে আগুন ফেলে দিয়েছে। তারপরেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। ইলেকট্রিকের তারে আগুন লেগে যায়”।

Dakshin 24 Pargana : স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে গোরুর অবাধ যাতায়াত, বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারাসত শহর জুড়ে যত্রতত্র পড়ে থাকছে আবর্জনা। খোদ হাসপাতাল চত্বরেই পড়ে রয়েছে স্তূপাকারে নোংরা। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে নোংরা আবর্জনা পড়ে থাকে তা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। যা আজ দমকল দফতরের নজরেই এল।

এক দমকল আধিকারিক জানান, “হাসপাতাল চত্বরে এই ধরনের আবর্জনা পড়ে থাকা একেবারেই অবাঞ্ছনীয়। আর এই ধরনের নোংরাতে অনেক দাহ্য পদার্থও থাকে। সেখানে ভুলবশত কেউ যদি একটা দেশলাই কাঠিও ফেলে দেন, তাহলেই বড় আগুন লেগে যেতে বাধ্য। অবিলম্বে এই ধরনের নোংরা আবর্জনা পরিষ্কার করা উচিৎ”।

Barasat Government Hospital : ২০ হাজার টাকা ঘুষ চাই! অরাজি হওয়ায় মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড মাস্টারের বিরুদ্ধে
পাশাপাশি তাদের আরও দাবি নাগরিক পরিষেবা কতটা বেহাল হলে হাসপাতালে নোংরা আবর্জনা পড়ে থাকে তা বোঝাই যাচ্ছে। এই আগুন লাগার ঘটনা প্রশাসনের অপদার্থতা প্রমাণ করল। দমকলের ওই আধিকারিক জানিয়েছেন, “এলাকার মানুষ বিষয়টি না দেখলে বড়সড় বিপত্তি ঘটতে পারত।

Durgapur News : ম্যানহোলে ঢুকে গিয়েছিল সজারু, পশুপ্রেমী মহিলার তৎপরতায় বাঁচল প্রাণ
কিভাবে হাসপাতালের ভিতরে এত নোংরা আবর্জনা পড়ে থাকে তা যথেষ্টই চিন্তার বিষয়”। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বারাসতের বিভিন্ন জায়গায় ভ্যাট পরে থাকায় এলাকা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে তা বলাই যায়। আজ সেই নোংরা আবর্জনা স্তূপ বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে লক্ষ্য করা গেল, যা নিয়ে উঠছে প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *