সি ভি আনন্দ বোসের সারপ্রাইজ ভিজিট!
রাজভবন সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার কোনও পূর্ব কর্মসূচি ছিল না রাজ্যপালের (West Bengal Governor)। তিনি এদিন গাড়ি ঘুরিয়ে ক্যাম্পাসে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। সেখানে উপস্থিত হয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন উপাচার্য এবং রেজিস্ট্রারের সঙ্গে। সি ভি আনন্দ বোসের এই সারপ্রাইজ ভিজিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজ্যের শিক্ষামহল।
উপচার্য নিয়োগ
রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য পদে নিয়োগ-পুনর্নিয়োগ ঘিরে রাজভবন-রাজ্য সরকার সংঘাত, আইনি লড়াই চলেছিল। তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলিতে উপচার্য নিয়োগ নিয়ে বড় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। কোনওভাবেই রাজ্যের ২৪ বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের নিয়োগ কিংবা পুনর্নিয়োগের ক্ষমতা নেই রাজ্য সরকারের। স্পষ্ট জানিয়ে দেয় আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আরও জানা., বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য়ের কোনও এক্তিয়ার নেই।
রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন সি ভি আনন্দ বোসও। রাজভবনের তরফে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, আচার্য পদের ক্ষেত্রে বর্তমান পদ্ধতিই বজায় থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। যার অর্থ, বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদে থাকবেন রাজ্যপালই।
রিষড়ায় রাজ্যপাল
এদিকে, সম্প্রতি হাওড়া শিবপুর এবং রিষড়ায় অশান্তির ঘটনায় উদ্বিগ্ন ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর তাই নিজের উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে হুগলির রিষড়াতে পৌঁছন তিনি। রাজ্যে নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনও স্থান নেই বলেও স্পষ্ট বার্তা দেন রাজ্যপাল। পুলিশকে নিরপেক্ষভাবে তদন্তের পরামর্শ দেন তিনি। সঙ্গে জানান, হিংসার আবহ তৈরি করা, সম্প্রীতি নষ্ট করার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কাউকে রেয়ার করা হবে না। তিনি বলেন, “যাঁরা শান্তি ভঙ্গ করছে, তাঁদের কোনওভাবেই বরদাস্ত করা যাবে না। দীর্ঘদিন দরে বাংলায় অপরাধীরা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন, এবার তা বন্ধ হওয়া দরকার।”