Birbhum News : ফের ঝাড়খণ্ড সীমান্ত থেকে উদ্ধার বিপুল পরিমাণ জিলেটিন স্টিক, তদন্তে NIA – huge quantity of explosives recovered from jharkhand border nia started investigation


West Bengal News : জেলায় ঘুরছেন NIA-এর গোয়েন্দারা। চলছে তল্লাশি, তদন্ত। আর NIA তদন্ত চলাকালীনই আবার মুরারই থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। একটি চার চাকা গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে জিলেটিন স্টিক। সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনায় এবার নড়েচড়ে বসল NIA। শোনা যাচ্ছে, প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আগের বিস্ফোরক উদ্ধারের ঘটনার সঙ্গে কোনও রকম যোগসূত্র আছে কিনা সেই সমস্ত যাবতীয় বিষয় তাঁরা নজরে রাখছে।

Bardhaman News : রাজু ঝাঁ হত্যার ঘটনাস্থলের কাছেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য শক্তিগড়ে
উল্লেখ্য, দিন দুয়েক আগেই পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার মুরারই এর বাসিন্দা মীর মহম্মদ নুরুজ্জামানকে সঙ্গে নিয়ে রামপুরহাট থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালান NIA-এর গোয়েন্দারা। মূলত মহম্মদবাজারে ৮১ হাজার জিলেটিন স্টিক উদ্ধার হওয়ার ঘটনায় তদন্তে নেমে মীর মহম্মদ নুরুজ্জামানকে গ্রেফতার করেছিল NIA।

Asansol News : মাঝরাতে বিকট শব্দে বিস্ফোরণ! উড়ে গেল বাড়ির চাল
তারই মাঝে সোমবার ফের এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে নাকা চেকিং চলছিল মুরারই থানার বিভিন্ন এলাকায়। তখনই মুরারই-র গুসকিরা গ্রামের কাছে একটি ইট ভাটায় একটি লাল গাড়ি রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সকাল থেকে গাড়িটি ওই জায়গায় পড়ে থাকায় স্থানীয় মানুষজন খবর দেন পুলিশকে।

Dakshin 24 Pargana : কুলতলিতে পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র
আর তারপরেই সোমবার সন্ধ্যায় পুলিশ ওই স্করপিও গাড়িটি থেকে উদ্ধার করে ৩৪০০টি জিলেটিন স্টিক। মোট ১৭ টি পেটিতে ভাগ করে রাখা হয়েছিল এই স্টিক গুলি। প্রতিটি পেটিতে প্রায় ২০০ টি করে স্টিক রাখা ছিল। বীরভূম ঝাড়খণ্ড সীমান্তে ফের এই বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গাড়িটি কোথাকার, তার মালিকই বা কে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Grenade Found In Delhi : মাঠ থেকে উদ্ধার ৭টি দেশীয় গ্রেনেড, আতঙ্ক দিল্লির হলম্বি কালান এলাকায়
তবে পুলিশের প্রাথমিক অনুমান ঝাড়খণ্ড থেকে এই বিস্ফোরক গুলি নিয়ে আসা হচ্ছিল বীরভূমে। বীরভূম জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, “ঘটনায় বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তারাই পরীক্ষা করে এই বিস্ফোরক সম্বন্ধে বলতে পারবেন”। প্রসঙ্গত উল্লেখ্য, চারদিন আগেই ধৃত সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে নিয়ে রামপুরহাটে ব্যাপক তল্লাশি চালায় NIA।

রামপুরহাটে একটি হোটেল ও শোরুমে তল্লাশি চালানো হয়। যদিও এই তল্লাশি অভিযানে কি কি তথ্য পাওয়া গিয়েছে, বা কিছু আটক করা হয়েছে কিনা, সেই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি NIA। সেসবের মাঝেই এবার আবার বিপুল পরিমাণ জিলেটিন স্টিক উদ্ধার যে NIA অফিসারদের কপালে চিন্তার ভাঁজ বাড়াল, সেই নিয়ে কোনও সন্দেহ নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *