CPI: এবার কি মিশে যাবে CPI-CPM? জাতীয় দলের মর্যাদা হারাতেই বাম দলে উঠছে প্রশ্ন – cpi should marge with cpm as its national party status removed by eci says left leaders


মাত্র তিন বছর আগেই মুকুটে এসেছিল নয়া পালক। শতবর্ষে পা দেয় দেশের সবচেয়ে প্রাচীন বাম দল CPI। কিন্তু আচমকাই ছন্দপতন। জাতীয় দলের মর্যাদা হারাল প্রাক স্বাধীনতা যুগের কমিউনিস্ট পার্টি।

সোমবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে CPI-র জাতীয় দলের মর্যাদা কেড়ে নেওয়া হয়। জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস এবং NCP-ও।

এই অবস্থায় নতুন করে সংঘবদ্ধ হওয়ার প্রশ্নে জোরাল সওয়াল উঠতে শুরু করেছে দলের অন্দরেই। যার জেরে বাম রাজনীতির সমীকরণে আমূল বদল আসতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

AAP National Party Status: ‘মিরাকেল …’, এক দশকেই জাতীয় দলের মর্যাদা পাওয়ায় উচ্ছ্বসিত কেজরিওয়াল
স্বাধীনতার পর ১৯৬৪-তে প্রথমবার CPI ভেঙে তৈরি হয় CPM। সূত্রের খবর, সোমবার কমিশনের তরফে জাতীয় দলের তকমা কেড়ে নেওয়ায় ফের ঐক্যবদ্ধ হওয়ার আওয়াজ উঠেছে CPI-র অন্দরে। যদিও এই নিয়ে পার্টির তরফে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।

এই প্রসঙ্গে বাংলার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক প্রবীর দেব জানিয়েছেন, “বাম দলগুলি ভেঙে যাওয়ার ফলে কৃষক-শ্রমিক বা খেটে খাওয়া মানুষের কোনও উপকার হয়নি। উলটে বামদের ভোট দিনকে দিন কমেছে।”

সেই জায়গা থেকেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ফের বাম দলগুলির ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন তিনি। “১৯৫২-র লোকসভা নির্বাচনের পর সংসদে প্রধান বিরোধী দল ছিল CPI। আজ সেখানে অস্তিত্বই সংকটের মুখে এসে দাঁড়িয়েছে।” এই সময় ডিজিটালকে বলেন প্রবীর দেব।

Grenade Found In Delhi : মাঠ থেকে উদ্ধার ৭টি দেশীয় গ্রেনেড, আতঙ্ক দিল্লির হলম্বি কালান এলাকায়
তবে কি ৫৯ বছর পর ফের একজোট হবে CPI-CPM? নিজেদের অস্তিত্ব বাঁচাতে মিশে যাবে দু’টি পার্টি?

সেই প্রশ্নের অবশ্য সোজা উত্তর দিতে পারেননি বাংলার এই বাম নেতা। এব্য়াপারে দলের কেন্দ্রীয় নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।

এব্য়াপারে কি বামফ্রণ্টের অন্দরে কোনও আলোচনার সম্ভাবনা রয়েছে? আলাদা করে CPM-র সঙ্গে কথা বলবে CPI? দলীয় তরফে এখনই এই নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত, স্বাধীনতার পর বাংলা, বিহার, কেরালা, ত্রিপুরা ও অভিভক্ত অন্ধ্র প্রদেশে ছিল বামেদের শক্ত ঘাঁটি। বাংলার তেভাগা আন্দোলনের পুরোভাগেও ছিল শতাব্দী প্রাচীন এই বাম দল।

Trinamool Congress News: সুজনের কটাক্ষ তৃণমূল কবে জাতীয় দল ছিল! দিলীপের মুখে রাজনৈতিক হিংসা
উল্লেখ্য ২০২১-র বিধানসভা নির্বাচনে বাংলায় কোনও আসন জিততে পারেনি বামেরা। সংসদেও CPI-র আসন সংখ্যা মাত্র ২।

রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, গত কয়েক বছর ধরেই গোটা দেশে বামেদের শক্তি কমছে। এই অবস্থায় দুই পার্টি ফের সংঘবদ্ধ হলে শক্তি বাড়বে বামেদের।

শুধু তাই নয়, আসন ও ভোট শতাংশ বাড়লে ফের জাতীয় দলের তকমা ফিরে পাওয়ার সম্ভাবনা থাকছে CPI-র। কিন্তু সেটা আদৌ হবে কিনা, তার উত্তর মিলবে ভবিষ্যতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *