Dakshin 24 Pargana : ২ লাখ টাকায় সদ্যোজাতকে বিক্রির অভিযোগ, নরেন্দ্রপুরে ধৃত ৩ – narendrapur police arrested three for engaging in child trafficking


West Bengal News : মহিলা অন্তঃসত্ত্বা থাকাকালীন হয়ে যেত রফা। সন্তান প্রসবের পরেই শিশুটিকে হাতবদল করা হতো। শিশু পাচার চক্রের হদিশ নরেন্দ্রপুরে। গ্রেফতার স্বামী-স্ত্রী সহ পাচার চক্রে জড়িত আরেক মহিলা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম রাকেশ শর্মা, তাঁর স্ত্রী নমিতা ব্যাপারী এবং আসমা বিবি। রাকেশ ও নমিতা তাঁদের সদ্যোজাত সন্তানকে ২ লাখ টাকার বিনিময়ে বিক্রি করেছিল বলে অভিযোগ।

শিশু পাচারের বিষয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় ব্যবসায়ী রাজেশ মণ্ডল। তাঁর দোকানে রাকেশ কাজ করতো বলে জানা গিয়েছে।
ধৃত দম্পতি রাকেশ শর্মা ও নমিতা ব্যাপারী ছাড়াও এই ঘটনায় যুক্ত পাচারকারী আসমা বিবিকেও গ্রেফতার করেছে পুলিশ।

Malda News : মালদা থেকে উদ্ধার রাশি রাশি জাল নোট, STF-এর হাতে ধৃত পাচারকারী
রাকেশ ও নমিতা নরেন্দ্রপুর থানা এলাকার কন্দর্পপুরে থাকত। ধৃত আসমা বিবি সোনারপুরের মকরামপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে অন্তঃসত্ত্বা থাকা অবস্থাতেই সন্তান বিক্রির বিষয়টি চূড়ান্ত হয়। জানা গিয়েছে, গত অক্টোবরে রাকেশের স্ত্রী নমিতা অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁদের সঙ্গে আসমা বিবি এবং তাঁর স্বামীর মধ্যে ২ লক্ষ টাকায় শিশু বিক্রির ব্যাপারে রফা হয়েছিল।

ধৃত রাকেশ শর্মা কামালগাজি বাইপাসে একটি দোকানে কাজ করত৷ হঠাৎ আসমা বিবি এসে এই দোকানে রাকেশের উপর চড়াও হয় প্রাপ্য টাকা না পাওয়ায়৷ তখনই বিষয়টি জানাজানি হয়৷ দোকানের কর্ণধার রাজেশ মণ্ডল এই ঘটনার বিষয়টি নরেন্দ্রপুর থানায় জানাল ও লিখিত অভিযোগ দায়ের করেন

Dakshin 24 Pargana : চুরির তদন্তে গিয়ে কুকুরের কামড় খেল পুলিশ! নরেন্দ্রপুরে অবাক করা ঘটনা
সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেই এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩১৭, ৩৭০, ৩৭২, ১২০ বি ও ৮১ অফ জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশান অফ চিল্ডরেন) অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বারুইপুর আদালতে।

বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে ওই তিনজনের সঙ্গে শিশু পাচার চক্রের আর কারও যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অন্য কোনও শিশু পাচার করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Coal Smuggling : পাচারের আগেই পুলিশের জালে ১০টি কয়লা বোঝাই বাইক, গ্রেফতার ১
প্রসঙ্গত, শিশু পাচার চক্রের জাল ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। কখনও হাসপাতালের স্বাস্থ্যকর্মী, কখনও IVF সেন্টারের কর্মরতকে গ্রেফতার করা হচ্ছে।
উল্লেখ্য, মাস দুয়েক আগেই শিলিগুড়িতে একটি শিশু পাচার চক্রের হদিশ পায় পুলিশ।

IVF সেন্টারে কর্মরতরা এই শিশুদের চুরি করে বিক্রি করে দিত ভিন রাজ্যে। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়। শিলিগুড়ি মেট্রপলিটন পুলিশের এসওজি ও মাটিগাড়া থানার পুলিশ একটি বড় চক্রের পর্দা ফাঁস করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *