স্থানীয় সূত্রে খবর, ঈদের অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদার জুলুমের অভিযোগ বারুইপুর থানা এলাকার পদ্মপুকুরের কাজীপাড়ায়৷ ৫ হাজার, ১০ হাজার, ৭ হাজার টাকা করে জোর করে চাঁদা চাওয়ার অভিযোগ স্থানীয় কাজীপাড়া স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে৷
অভিযোগ, রাতের বেলায় মদ্যপ অবস্থায় ১৫ থেকে ২০ জনের একটি দল গিয়ে এলাকার একাধিক বাড়িতে হামলা চালায়৷ দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় একাধিক বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ৷ ইট মেরে ভেঙে দেওয়া হয়েছে বাড়ির জানলার কাঁচও৷ ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। চাঁদার জন্য জুলুমবাজি নিয়ে সরব হন তাঁরা। এমনকি বিষয়টি নিয়ে তাঁরা পুলিশেরও দ্বারস্থ হয়েছে। এই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে এইভাবে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷
অনেকেই স্বেচ্ছায় সাধ্যমত টাকা দিলেও তা গ্রহণ করা হচ্ছে না৷ উল্টে দাবি মত টাকা না দেওয়ায় তাদেরকে মারধর করা হয়৷ ঘটনায় আক্রান্ত এলাকার স্থানীয় বাসিন্দা তাদের মধ্যে অনেকেই ব্যবসায়ী, শিক্ষক ও অন্যান্য পেশার সঙ্গে যুক্ত বাসিন্দাও রয়েছেন৷ আজ দুপুরে স্থানীয় বাসিন্দারা বারুইপুর পুলিশ জেলার কাছে এসপি অফিসে গিয়ে তাঁদের অভিযোগও জানান।
স্থানীয় বাসিন্দা মুস্তাক আহমেদ বলেন, “আমি সরকারি স্কুলে শিক্ষকতা করি। আমার বাড়িতে চাঁদার বিল দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা। রমজান মাসে একটি অনুষ্ঠান করে বলে এত পরিমাণ চাঁদা চাওয়া হয়েছে। আমরা প্রতিবাদ করেছি। আমাকে বেধড়ক মেরেছে।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, সবাই মিলে আলোচনা করে একটি যৌথ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ওই ক্লাবকে। এই সিদ্ধান্তের পরেই ক্লাবের লোকজন এসে স্থানীয় বাসিন্দাদের উপর চড়াও হয়। গালিগালাজ, মারধর করা হয় অনেককেই বলে অভিযোগ।
এই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ ও ঈদ কমিটির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনও মন্তব্য করতে রাজি হননি৷ একাধিক অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ বারুইপুরের SDPO অতীশ বিশ্বাস জানান, ঘটনার তদন্ত করছে পুলিশ।