Haldia Port : হলদিয়া বন্দরে কর্মরত শ্রমিকের মৃত্যু, বাড়ছে রহস্য – mysterious death of a laborer who was working at the haldia port


Purba Medinipur News : হলদিয়া বন্দরের ডক সাইটে কর্মরত অবস্থায় রেললাইনে কাটা পড়ে এক কর্মীর রহস্যজনক মৃত্যু হল। সোমবার বিকেল নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম শম্ভুনাথ মান্না (৩৩)। তাঁর বাড়ি মহিষাদল থানার নাটশাল-১ গ্রাম পঞ্চায়েত এলাকার গেঁওখালি এলাকায়। তিনি বন্দরের মধ্যে রাইটস সংস্থায় সিগন্যাল ম্যানের কাজ করতেন।

South Dinajpur News : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি, খাদে গাড়ি পড়ে প্রাণ গেল ২ নির্মাণ শ্রমিকের
পুলিশ ও বন্দর সূত্রে জানা গিয়েছে, বন্দরের ২ নম্বর বার্থে কয়লা বোঝাই রেলের রেক শিপমেন্টের সময় এই দুর্ঘটনা ঘটে। অর্থাৎ কয়লা নিয়ে মালবাহী ট্রেনটি ইয়ার্ড ছেড়ে বাইরে বেরোচ্ছিল। সেইসময় ওয়াকি টকিতে কথা বলতে বলতে তিনি পাইলটকে ক্লিয়ারেন্স দিচ্ছিলেন। হঠাৎই পাইলটের সঙ্গে শম্ভুনাথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Kolkata Accident : ডিউটিতে যোগ দিতে গিয়ে মাঝ রাস্তায় বিপত্তি, লরির ধাক্কায় মৃত পুলিশ কনস্টেবল
কিছুক্ষণ পর শ্রমিকরা দেখেন রেললাইনের উপর তাঁর ধড় ও মুণ্ডু আলাদা হয়ে পড়ে রয়েছে। এদিকে ওই বন্দর কর্মীর মৃত্যুর কারণ নিয়ে ধন্দ তৈরি হয়েছে। প্রচণ্ড গরমে সানস্ট্রোক হয়ে লাইনে পড়ে গিয়ে, নাকি পা ফসকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। আত্মহত্যার তত্ত্বও উঠে এসেছে মৃত্যুর ধরণ দেখে।

Trinamool Congress : হাঁসখালির পর চন্দ্রকোণায় নৃশংস খুন! তৃণমূল কর্মীর গলাকাটা দেহ উদ্ধার
মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বন্দরের জেনারেল ম্যানেজার (প্রশাসন) প্রভীনকুমার দাস বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখছে সেফটি টিম এবং পুলিশ”। দু’দিন আগেই জাহাজমন্ত্রকের সচিব কলকাতায় এসে হলদিয়া ও কলকাতা বন্দরের সেফটি নিয়ে বাড়তি গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন।

Narayanpur Murder : চাকরি হারানোর পর বউয়ের গৃহত্যাগ! অবসাদে মাকে শ্বাসরোধ করে খুন যুবকের
তারপরই এই দুর্ঘটনা বন্দরের শ্রমিক কর্মচারীদের সুরক্ষাকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়েছে। মাস দেড়েক আগেই ঘটা করে এক সপ্তাহ ধরে বন্দরের সুরক্ষা নিয়ে নানান কর্মসূচি পালন করা হয়েছে। এই বিষয়ে মহিষাদল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিবপ্রসাদ বেরা বলেন, “ওই যুবকের সোমবার অফ-ডে ছিল।

Cooch Behar News : মাথাভাঙায় বাইসনের তাণ্ডব, গুরুতর আহত ৩
কিন্তু কোনও বন্ধুর হয়ে ডিউটি করতে গিয়েই মর্মান্তিক মৃত্যু হল। মৃত ব্যক্তির বছর দুয়েকের এক ছেলেও রয়েছে”। শম্ভুনাথের মৃত্যু সংবাদ পাওয়ার পরই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই বিষয়ে মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, “আমি খবর পেয়েই পরিবারের সঙ্গে যোগাযোগ করি। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছি।

স্থানীয় জনপ্রতিনিধিকে ওনার বাড়ির লোকের পাশে থাকতে বলা হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমি হলদিয়া বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো শম্ভুনাথের মৃত্যুর ঘটনার উপযুক্ত তদন্ত করার জন্য”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *