রাজ্যজুড়ে একের পর এক নিয়োগ দুর্নীতি সামনে আসার পর একাধিক জায়গায় ওএমআর শিট উদ্ধারের খবর পাওয়া গিয়েছে। যদিও উদ্ধার হওয়া ওএমআর শিট কলকাতা বিশ্ববিদ্যালয়ের বলেই জানা গেছে। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ধার হওয়া ও এম আর শিট নিয়ে কোনও অভিযোগ নেই। করিমপুরের স্টল থেকে উদ্ধার হওয়া ও এম আর শিটগুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২০১৬ ও ২০১৮ সালের পরীক্ষার উত্তরপত্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার উত্তরপত্র কীভাবে এখানে এল, তাও খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথেও যোগাযোগ করার চেষ্টা চলছে।
নদিয়ার করিমপুরে উদ্ধার হওয়া ওএমআর শিট এর বিষয়ে তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক আশুতোষ সরকার জানান, উদ্ধার হওয়া ওএমআর শিটগুলি সংরক্ষিত রাখা হয়েছে। সেগুলোর বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট এভাবে মেলার ঘটনা এই প্রথম নয়। কয়েকদিন আগে বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছে একটি কুর্তি-চুড়িদারের দোকানেও কুর্তির বান্ডিলের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যলয়ের পরীক্ষার ওএমআর শিট মেলে। ওগুলো ওখানে কী করে পৌঁছল তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে গড়িয়াহাটে জুতোর দোকানে মেলে ওএমআর শিট। রাস্তায় ওএমআর শিট পড়ে থাকতে দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়েছিলেন। উদ্ধার হওয়া ওই ওএমআর শিট বা উত্তরপত্রগুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা বিভাগের পরীক্ষার ছিল। গড়িয়াহাট থেকে ২০১৯ সালের স্নাতকস্তরের পরীক্ষার ৬টি ওএমআর শিট পাওয়া গিয়েছিল ।