কাকদ্বীপ বিধানসভার ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েতের ১৪২ নম্বর বুথে এই পোস্টার লক্ষ্য করা গিয়েছে। গোবিন্দপুর ১৪২ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনামিকা বাগের নামে একাধিক জায়গায় পড়েছে পোস্টার। তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনও পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে কে নির্বাচন করল এই প্রার্থীকে? এ নিয়েই শুরু হয়েছে শোরগোল।
তবে ১৪২ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনামিকা বাগ দাবি করেন, ব্লক নেতৃত্বের পক্ষ থেকেই তাঁর নাম নাকি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে এলাকায় এলাকায় তিনি নিজে না উপস্থিত হলেও কর্মী সমর্থকরা প্রচার শুরু করে দিয়েছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও তাঁকেই ওই এলাকা থেকে প্রার্থী করা হবে বলে নিশ্চিত তিনি।
পোস্টারে পরিষ্কারভাবে লেখা রয়েছে মাননীয় শ্রী মন্টুরাম পাখিরার আশীর্বাদ ধন্য বঙ্কিম গ্রাম পঞ্চায়েতের ১৪২ নম্বর বুথে মনোনীত প্রার্থী অনামিকা বাগ। প্রার্থীর অনুগামীরা ওই এলাকায় এরকম পোস্টার করেছেন বলে খবর। যদিও বিষয়টি নিয়ে আলাদা করে কিছু বলতে চাননি স্থানীয় বাসিন্দারা।
তবে এই ঘটনায় কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার সঙ্গে বারে বারে ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। অন্যদিকে এই বিষয় নিয়ে সুন্দরবন জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব হালদারকে জিজ্ঞেস করা হলে তিনি জানায়, এ বিষয়ে তার বিশেষ কিছু জানা নেই এমনকি তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকেও এখনও কোনও প্রার্থী তালিকার ঘোষণা করা হয়নি।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুর চরিয়েছে বিরোধীরা। স্থানীয় এক BJP নেতার কথায়, ওদের দলে এমনিতেই কোনও শৃঙ্খলা নেই। দলীয় স্তরে কোনও সামঞ্জস্য নেই। সেই কারণে আগেভাগেই কেউ নিজের পোস্টার ছড়িয়ে দিয়েছে। এলাকার সাধারণ মানুষও বিষয়টি বুঝে নিচ্ছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষের এর সঠিক জবাব দেবে। তবে প্রার্থীর নাম দিয়ে এরকম পোস্টার নিয়ে চাপা গুঞ্জন তৈরি হয়েছে এলাকায়।