Recruitment Scam : টাকা নিয়ে চাকরিতে, দীপক জানাকে নিয়ে অনুসন্ধানে সিবিআই – calcutta high court gave responsibility to cbi to investigate over kanthi english teacher who arrested


এই সময়: কাঁথির স্কুল-শিক্ষক দীপক জানার বিরুদ্ধে চাকরির নামে টাকা তোলার অভিযোগে সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের ভার দিল হাইকোর্ট। এখন যে তদন্ত চলছে, তাতে কোনও ষড়যন্ত্র আছে কিনা, তাও খতিয়ে দেখতে হবে সিবিআইকে। তিন সপ্তাহ পরে রিপোর্ট দিতে হবে। ১ মে হবে পরবর্তী শুনানি। বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিতে গিয়ে বলেন, স্কুলে চাকরির আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগে তদন্ত হস্তান্তরের পক্ষে নয় আদালত।

West Bengal Latest News : চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকার প্রতারণার অভিযোগ! কাঁথিতে গ্রেফতার ‘গুণধর’ ইংরেজি শিক্ষক
আবার এখানে একটি ক্ষেত্রে চার্জশিট জমা পড়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশে স্পষ্ট, স্বচ্ছ তদন্তের পক্ষে থাকতে হবে। বেশ কয়েক জন অভিযোগ করেছেন। সেটা উড়িয়ে দিতে পারে না কোর্ট। অভিযুক্ত সরকারি স্কুলের শিক্ষক। স্কুলে নিয়োগ-দুর্নীতির তদন্তে সিবিআই রোজ নতুন নতুন তথ্য পাচ্ছে, অর্থের লেনদেনে নতুন নতুন লোক অভিযুক্ত হচ্ছে। সব অভিযোগ সত্যি না হলেও এটা সত্যি, বর্তমানে নিয়োগ-দুর্নীতির তদন্ত করছে সিবিআই। তাই আগে সিবিআই প্রাথমিক অনুসন্ধান করে আদালতে রিপোর্ট দেবে।

TMC Leader : অনুদানের অর্থ আত্মসাৎ- চাকরির নামে প্রতারণা! একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার নামখানায়
দীপক জানার বিরুদ্ধে চাকরির নামে টাকা তোলার চারটি অভিযোগ হয়েছে। আদালতে রাজ্য জানায়, দীপককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। একটি মামলায় চার্জশিট হয়েছে। বাকি তিনটি মামলার তদন্ত চলছে। তদন্ত সিবিআইকে হস্তান্তর করার বিরোধিতা করে রাজ্যের তরফে এজি বলেন, সিবিআইকে নির্দিষ্ট করে কিছু মামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Kolkata Police: চাকরির বিনিময়ে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ, ধৃত কলকাতা পুলিশের ACP
এখানে মামলায় সিবিআইকে তদন্তভার দেওয়ার যুক্তি নেই। ঢালাও তদন্ত সিবিআইকে দেওয়ার উদাহরণ নেই। এখানে কেউ এসে দাবি করেছেন, আমি একে একে টাকা দিয়েছি। শুধু চাকরির আশ্বাস দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছে। মামলাকারীর আইনজীবী কৌস্তভ বাগচি বলেন, অভিযুক্ত এতটাই প্রভাবশালী যে তিনি আবেদন করায় তাঁকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়েছে। তা হলে পুলিশ কী করে তদন্ত করে সত্যি সামনে আনবে? এর পরেই সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় আদালত।

Recruitment Scam : স্পেশাল ৭! নিয়োগ দুর্নীতির তদন্তে গতি আনতে টাস্ক ফোর্স গঠন CBI-র
এ দিনই নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে দায়ের টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে মামলাটিও ওঠে। সেখানে রাজ্য দুর্নীতি দমন শাখার তদন্তে যে ভাবে প্রতি ছত্রে ছত্রে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তথ্য ও নথি জোগাড় করা হয়েছে, তা দেখে তদন্তকারী অফিসারের ভূমিকার প্রশংসা করে আদালত।

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে জড়িত খোদ শিক্ষক, কুন্তলের এজেন্টের তালিকায় দিনাজপুরের সমাজকর্মীরও নাম!
মামলাকারীর আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি অভিযোগ করেন, তদন্তকারী অফিসার এত ভাল তদন্ত করে কেস ডায়েরিতে নথি দিলেও উপর মহলের চাপে অভিযুক্ত বিধায়ককে গ্রেপ্তার করা হয়নি। নিম্ন আদালতও বিধায়ককে এই মামলার মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *