Sukanta Majumdar : দণ্ডি কেটে ঘর ওয়াপসি: রাষ্ট্রপতিকে চিঠি সুকান্তর – sukanta majumdar wrote letter to the president draupadi murmu on balurghat dandi controversy


এই সময়: বিজেপি-তে যোগ দিয়ে তার অল্প সময়ের মধ্যেই তৃণমূলে ফেরা চার মহিলাকে দণ্ডি কাটানো নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিল বঙ্গ-বিজেপি। বালুরঘাটের ওই ঘটনায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সোমবার রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়ে এ ক্ষেত্রে তাঁর হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। ওই ঘটনার প্রতিবাদে এ দিন বালুরঘাটে মিছিল করে বিজেপি। সুকান্ত ছাড়াও সেই মিছিলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছিলেন।

Dondi Debate : দণ্ডি বিতর্কে আইনানুগ ব্যবস্থা নয় কেন? প্রশ্ন তুলে বালুরঘাটে মহামিছিলের আয়োজন BJP-র
সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের তপনে প্রায় ২০০ জন মহিলা সপরিবারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ২৪ ঘণ্টা পার হতে না-হতেই চার মহিলা ফেরেন তৃণমূলে। তফসিলি উপজাতির ওই চার মহিলাকে এক কিলোমিটার দণ্ডি কেটে বালুরঘাটে তৃণমূলের দলীয় কার্যালয়ে যেতে দেখা যায়। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই কড়া পদক্ষেপ করেন তৃণমূল নেতৃত্ব। ওই ঘটনায় অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী পদ থেকে সরানো হয়, তাঁর জায়গায় আনা হয় আদিবাসী নেত্রী স্নেহলতা হেমব্রমকে।

Balurghat BJP : দণ্ডি কেটে তৃণমূলে যোগদানের ঘটনায় বিক্ষোভ BJP-র, সোমবার যাচ্ছেন সুকান্ত-দিলীপ
রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে সুকান্ত লিখেছেন, ‘বালুরঘাট এলাকায় আদিবাসী পরিবারের প্রায় ২০০ জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। তৃণমূলের গুন্ডারা ভয় দেখিয়ে জোর করে তাঁদের আবার তৃণমূলে যোগদান করিয়েছে। অমানবিক ভাবে জোর করে তাঁদের দণ্ডি কাটতে বাধ্য করা হয়েছে।’ জাতীয় তফসিলি জনজাতি কমিশনের চেয়ারপার্সনকেও সুকান্ত চিঠি লিখেছেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, ‘বিরবাহা হাঁসদাকে যখন শুভেন্দু অধিকারী জুতোর নীচে রাখার কথা বলেন, কৈলাস বিজয়বর্গীয় যখন মহিলাদের শূর্পণখা বলেন, তখন কোথায় যায় সুকান্তদের মেরুদণ্ড? প্রতিবাদ করতে হলে সেগুলো নিয়েও রাষ্ট্রপতিকে চিঠি দিক।’

Trinamool Congress : দণ্ডি কাটিয়ে দলে যোগদানের ঘটনার জের! তড়িঘড়ি জেলা মহিলা সভাপতি বদল তৃণমূলের
এ দিনই রাজ্য মহিলা কমিশনের দুই প্রতিনিধি এই ব্যাপারে বালুরঘাটে যান। তাঁরা প্রথমে জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। এর পর সার্কিট হাউসে তাঁরা কথা বলেন তিন আদিবাসী মহিলার সঙ্গে। তপন থানার পুলিশ ওই তিন আদিবাসী মহিলাকে বালুরঘাট জেলা আদালতে নিয়ে গিয়ে তাঁদের জবাববন্দি নথিভুক্ত করিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *