Supreme Court May Hear da Case Today


দিল্লিতে আন্দোলন শুরু করেছেন রাজ্য সরকারি কর্মীরা। DA সহ স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ী সরকারি কর্মীদের স্থায়ীকরণের দাবি তুলেছেন তাঁরা। এদিকে মঙ্গলবারই সুপ্রিম কোর্টে DA মামলার শুনানির সম্ভাবনা। ফলে আশায় বুক বাঁধতে শুরু করেছেন রাজ্য সরকারি কর্মীরা।

কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই লড়ছেন রাজ্য সরকারি কর্মীরা। গত বছর কলকাতা হাইকোর্টে রায় গিয়েছিল সরকারি কর্মীদের পক্ষে। তিন মাসের মধ্যে DA মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায় পুনর্বিবেচনা করার আর্জি জানানো হয় রাজ্যের পক্ষ থেকে।

DA Case In Supreme Court : DA মামলায় বড় আপডেট, ১১ এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি
পরবর্তীতে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। মঙ্গলবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলা শুনানির কথা রয়েছে। এদিন মামলার নিষ্পত্তি হবে বলে আশাবাদী রাজ্য সরকারি কর্মীরা।

DA মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রথম ছিল ৫ ডিসেম্বর। কিন্তু, সেদিন শুনানি হয়নি। এরপর একাধিকবার শুনানি পিছিয়ে যায়। শেষবার গত ২১ মার্চ এই মামলার শুনানির সম্ভাবনা ছিল। কিন্তু, তা পিছিয়ে যায় এবং ১১ এপ্রিলের দিনটি নির্ধারিত করা হয়।

DA Latest News : DA আন্দোলনের জল গড়াল দিল্লি পর্যন্ত, ১১-১১ তারিখ যন্তর-মন্তরে ধরনা কর্মসূচি
এদিকে আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, “আমরা আশাবাদী যে রাজ্যের দায়ের করা এস এল পি খারিজ হবে। বহু অবসরপ্রাপ্ত সরকারি কর্মী রয়েছেন যাঁরা প্রতিনিয়ত আর্থিক সমস্যায় পড়েছেন।”

অন্যদিকে, কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আওতায় শহিদ মিনারের পাদদেশে তাঁদের অবস্থান বিক্ষোভ মঙ্গলবার ৭৫ দিনে পা দিয়েছে। একইসঙ্গে এদিন দিল্লিতে যন্তন মন্তরেও ধরনায় বসতে চলেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ।

DA Latest News : DA জটিলতা সমাধানে বড় পদক্ষেপ, হাইকোর্টের পরামর্শে ১৭ তারিখের মধ্যে আলোচনায় সরকার-কর্মীরা?
উল্লেখ্য, রাজ্য বাজেটের দিন সরকারি কর্মীদের জন্য তিন শতাংশ বর্ধিত DA-র কথা ঘোষণা করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু, সরকারি কর্মীদের ক্ষোভ তাতে প্রশমিত হয়নি। তাঁদের বক্তব্য ছিল, ‘নামমাত্র’ DA বাড়িয়ে ‘ভিক্ষে দেওয়া হচ্ছে’। আন্দোলন আরও জোরাল করার বার্তা দিয়েছিলেন তাঁরা।

DA Protest : ধর্মঘটে অংশ নেওয়া কোনও শিক্ষকেরই বেতনে কোপ পড়েনি, হয়নি সার্ভিস ব্রেকও! অভয় DA আন্দোলনকারীর
এরপর একাধিকবার ধর্মঘট, পেন ডাউনের পথে হেঁটেছেন রাজ্য সরকারি কর্মীরা। সম্প্রতি কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মীদের রাজ্যের সঙ্গে আলোচনায় বসার পরমর্শ দিয়েছে। আগামী ১৭ এপ্রিলের মধ্যে এই আলোচনা সেরে নিতে হবে বলে পরমর্শ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *