Abhishek Banerjee: ‘দাদা আমার কথাটা একবার শুনুন’, মহিলার কাতর আবেদন শুনেই ব্যবস্থা নিলেন অভিষেক – abhishek banerjee hear complain of a bankura woman and take required step


মঞ্চের উপরে মাইকে হাতে বারবার বলেছেন দলে কোনও দুর্নীতি বরদাস্ত করবেন না। যারা মানুষের কাজ করবেন না তাদের তৃণমূলে থাকার দরকার নেই। দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা নেবেন, জনগণকে দেওয়া এই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক তরুণীর অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিলেন প্রাক্তন তৃণমূল সহ সভাপতির বিরুদ্ধে।এদিন বাঁকুড়ার ওন্দায় জনসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সেকেন্ড-ইন-কম্যান্ড মঞ্চে উঠতেই জনতার মধ্যে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে চিৎকার করে ডাকতে থাকেন এক মহিলা। কাতর আর্তি নিয়ে রীতিমতো বাঁশের ব্যারিকেডের উপর উঠে পড়েন। চেঁচিয়ে বলতে থাকেন, ”দাদা আমার আবেদনটা একবার শুনুন, দাদা আমার কথাটা একবার শুনুন”। মহিলার এক নাগাড়ে ডাক কানে যায় তৃণমূল সাংসদের। বুধবার বাঁকুড়ার ওন্দায় দলীয় জনসভা শেষে মহিলাকে আলাদা করে ডেকে নিয়ে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee Saumitra Sujata: ‘যে ঘরের লক্ষ্মী ধরে রাখতে পারে না…’, সৌমিত্রকে বেনজির আক্রমণ অভিষেকের

জানা গিয়েছে, ওই মহিলার নাম প্রিয়াঙ্কা গোস্বামী। ওন্দার রামসাগরের বাসিন্দা প্রিয়াঙ্কা গোস্বামী অভিযোগ করেন, ওন্দা ব্লক তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি আশিষ দে করোনা কালে তাঁর কাছ থেকে সিস্টার নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে ৯৫ হাজার টাকা নেন। কিন্তু, চাকরি দেওয়ার বদলে প্রতারণা করেন তিনি।

প্রতারিত মহিলার দাবি, তিনি একা নন। ওই স্বেচ্ছাসেবী সংস্থার ৭০ জন কর্মী করোনা কালে বাড়ি বাড়ি ঘুরে মাস্ক স্যানিটাইজার বিলি করার কাজও করেছিলেন। পরবর্তীতে তাঁরা জানতে পারেন ওই সংস্থাটি ভুয়ো। এরপরই টাকা চাইতে গেলে তিনি হেনস্থার শিকার হন বলে অভিযোগ।

Abhishek Banerjee: ২০১৮-র পুনরাবৃত্তি নয়, গোষ্ঠী কোন্দলে কোচবিহারের দুই বড় নেতার ‘চাকরি নট’-এর হুঁশিয়ারি অভিষেকের

প্রিয়াঙ্কা গোস্বামীর দাবি করেছেন, আশিস দে তাঁর দেওয়া টাকার বিনিময়ে সেই সময় পঞ্চাশ হাজার টাকার রশিদ দেওয়া দিয়েছিল। কিন্তু, বাকি টাকার কোনরকম রশিদ দেয়নি। ফলে বাকি ৪৬ হাজার টাকা ফেরতও পাননি। বারবার জানানোর পরও কাজ না হওয়ায় অভিযোগকারী ওন্দা থানার দারস্থ হন। সেখানেই পুলিশের বিরুদ্ধে কর্তব্য গাফিলতির অভিযোগ তোলেন ওই মহিলা।

Abhishek Banerjee : ‘তৃণমূল বিশুদ্ধ লোহার মতো…’, ED-CBI নিয়ে হুংকার অভিষেকের

তাঁর দাবি, ওন্দা থানার পক্ষ থেকে কোওনরকম পদক্ষেপ তো নেওয়া হয়ইনি। উলটে ওই তৃনমূল নেতার নামে অভিযোগ জানানোর চেষ্টা করতেই তাঁর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। গালিগালাজ ও মারধর করা হয় অভিযোগকারী এবং তার স্বামীকে, চলে হুমকিও। তাই নিরুপায় হয়ে এদিন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর অভিযোগ জানানোর মরিয়া চেষ্টা করেন।

Abhishek Banerjee : ‘মানুষ যাঁকে সার্টিফিকেট দেবে তাঁকে প্রার্থী করবে তৃণমূল’, সাফ জানালেন অভিষেক
জানা গিয়েছে, আশিস দে-এর বিরুদ্ধে অভিযোগ পেয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে অভিযুক্ত নেতা এই সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন। এসবই বিজেপির চক্রান্ত। তাঁকে বদনাম করতেই এমন ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি ওন্দা ব্লক তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি আশিস দে-এর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *