Abhishek Banerjee TMC: ‘এবির স্ট্র্যাটেজি: ফেয়ার ইলেকশন অ্যান্ড ক্লিন ইমেজ!’ টিকিট পাবেন? ফিসফাস নেতাদের – abhishek banerjee strategy to select panchayat election candidates detailed analysis


‘এবি’-র স্ট্র্যাটেজি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন।’ শাসকদলের অন্দরে কান পাতলেই এখন শোনা যাচ্ছে, এই কথা। তৃণমূলের তরুণ প্রজন্মের নেতা অভিষেককে এখন অনেকে ‘এবি’ বলেন। দলীয় সভা থেকে রুদ্ধদ্বার বৈঠক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট চাই। এমনকী বার বার করে বলে দেওয়া হচ্ছে, মনোনয়ন জমা দিতে বিরোধীদের বাধা কোনও অবস্থাতেই দেওয়া যাবে না। সভা থেকে প্রকাশ্যে বার্তা, ‘প্রয়োজনে দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ানো হবে।’

রাজ্যে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বার বার সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। প্রথম থেকেই সন্ত্রাস চালানোর অভিযোগে ওঠে শাসকদলের বিরুদ্ধে। ভোটের মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে গণনার দিনেও রাজ্যজুড়ে অশান্তি হিংসার ঘটনা ঘটে। মনোনয়ন জমা দেওয়ার দিনগুলিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গ অনেক জায়গাতেই অশান্তি হয়।

Abhishek Banerjee: ‘আজব বিরোধী দলনেতা’ ‘ভাইপোর মতো হেলিকপ্টারে নয়’

গণনার দিন বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছিল। কোথাও কোথাও তাঁদের মেরে বার করে দেওয়া হয়েছে। ২০১৮ সালে পঞ্চায়েত ভোটের আগেই ৩৪% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল শাসকদল। একাধিক জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় করে তৃণমূল।

২০১৮ সালে যা হয়েছিল, সেটা কোনওভাবেই বরদাস্ত করা হবে না

কুণাল ঘোষ

তবে এবার আর নয়। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি নয় ২০২৩ সালের নির্বাচনে। এ বিষয়ে ইতিমধ্যেই দলীয় বৈঠকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বিরোধীদের মনোনয়ন দিতে বাধা দেওয়ায় অভিযুক্তদের এ বছর সতর্ক করা হয়েছে। জেলা নেতৃত্বর মাধ্যমে সাফ বার্তা দেওয়া হয়েছে, কোনও বাধা যেন না দেওয়া হয়। রাজ্য নেতৃত্ব সাফ বুঝিয়ে দিয়েছেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন এবারের প্রথম এবং প্রধান লক্ষ্য।

Udayan Guha : ‘বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারলে…’, অভিষেকের বার্তার পর ভোলবদল উদয়নের

গত সোমবারও সোমবার তৃণমূলের সমস্ত সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি পইপই করে বুঝিয়েছেন। একইসঙ্গে গোষ্ঠী দ্বন্দ্ব নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি।

Abhishek Banerjee :’…বিরোধীদের মনোনয়ন জমা দেবে তৃণমূল’, পঞ্চায়েত নিয়ে দলকে ‘শাসন’ অভিষেকের

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই সময় ডিজিটালকে বলেছেন, ‘২০১৮ সালে যা হয়েছিল, সেটা কোনওভাবেই বরদাস্ত করা হবে না তা বলে দেওয়া হয়েছে। যাঁরা করেছিলেন সে সব, তাঁদেরকে সতর্ক করা হয়েছে।’

Abhishek Banerjee: ২০১৮-র পুনরাবৃত্তি নয়, গোষ্ঠী কোন্দলে কোচবিহারের দুই বড় নেতার ‘চাকরি নট’-এর হুঁশিয়ারি অভিষেকের
দলীয় সূত্রে খবর, এবার টিকিট দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় ভালো করে স্ক্রুটিনি করা হচ্ছে। যেমন, পাঁচ বছরে কোনও গুরুত্বপূর্ণ কাজ না করে শুধু পদ ভোগ করলে সে ব্যক্তি আর টিকিট পাবেন না। দুই, ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে সন্ত্রাস করে দলের বদনাম করেছে তাঁকেও টিকিট দেওয়ার আগে ১০ বার ভাবা হবে। তিন, কোনওরকমভাবে দুর্নীতিতে জড়িত থাকলে তাঁকেও এ বছর টিকিট দেওয়া হবে না। যদিও সবটাই প্রাথমিকভাবে জানা গিয়েছে। শাসকদল এখনও সবটা স্পষ্ট করে বলেনি।

Abhishek Banerjee : ‘তৃণমূল বিশুদ্ধ লোহার মতো…’, ED-CBI নিয়ে হুংকার অভিষেকের
বুধবার বাঁকুড়া থেকে অভিষেক বলেন, ‘সবার মনে এখন প্রশ্ন, পঞ্চায়েতে ঠিক লোকটাকে প্রার্থী হিসেবে পাব তো? কোনও নেতা পঞ্চায়েতে প্রার্থী ঠিক করবে না, মানুষ ঠিক করবে। আগামী কয়েকদিনেই তা দেখতে পাবেন। যাকে মানুষ চাইবে না তাঁকে দল দাঁড় করাবে না, কথা দিয়ে গেলাম।’ অভিষেকের কথায় এবার পঞ্চায়েতে প্রার্থী বাছাই নিয়েও নতুন কর্মসূচির ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক নেতারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *