Alipurduar Assault : নদীর পারে গোরু চড়াতে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ ৫ যুবকের! আলিপুরদুয়ারে চাঞ্চল্য – alipurduar student allegedly assaulted by five men police arrested three


West Bengal News: আলিপুরদুয়ারে এক সপ্তম শ্রেণির আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যের আগে শামুকতলা থানার একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় নদীর ধারে গোরু চড়াতে গিয়েছিল ওই নাবালিকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছেন, ওই নদীর ধার নির্জন। সেখানে নাবালিকাকে একা পেয়ে তাঁরে নির্যাতন করে পাঁচ যুবক। অত্যাচারে জ্ঞান হারিয়ে ফেলে ছাত্রীটি। সন্ধ্যে নেমে গেলেও সে বাড়ি ফিরে না আসায় দুশ্চিন্তা পড়ে যায় নাবালিকার পরিবার। উদ্বিগ্ন পরিবার তাঁর খোঁজে তল্লাশি চালাতে শুরু করে।

Dakshin 24 Pargana : বাড়ি ফাঁকা থাকার সুযোগ! জল খাওয়ার অছিলায় বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগ
শেষে নদীর ধারে থেকে তাকে অচৈতন্য অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধারের পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনও নাবালিকার পরিবার গণধর্ষণের ঘটনা জানত না। চিকিৎসায় জ্ঞান ফিরে আসার পর সে কান্নায় ভেঙে পড়ে সে। গোটা ঘটনার কথা পরিবারকে জানায়।

মেয়ের উপর শারীরিক নির্যাতনের কথা জানতে পেরে শামুকতলা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযুক্তরা নদীর পশ্চিম পারের বাসিন্দা হওয়ার কারণে নির্যাতিতা প্রত্যেককেই চিনতে পেরেছিল বলে জানা গিয়েছে। বিষয়টি জানা মাত্রই কড়া পদক্ষেপ করেন জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী।

Jhargram News : নাবালিকা প্রেমিকাকে নিয়ে উধাও যুবক! ছেলের অপকর্মে শ্রীঘরে বাবা
শামুকতলা থানার ওসি অভিষেক ভট্টাচার্যের নেতৃত্ব রাতভর অভিযান চালিতে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাকি দু’জন এখনও ফেরার। তবে তিন অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় পুলিশকে। শেষে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। তিন ধৃতের নাম হরিচাঁদ টুডু, প্রদীপ টুডু ও সুরজ মারান্ডি। তদন্তের স্বার্থেই বাকি দুই অভিযুক্তের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

নাবালিকার পরিবার ও পুলিশ সূত্রে খবর, মেডিক্যাল পরীক্ষার প্রাথমকি রিপোর্টে নাবালিকার গণধর্ষণের বিষয়টিক প্রমাণ মিলেছে। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের আলিপুরদুয়ার এসিজেএম আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

Nadia News : বউদির আত্মহত্যার ৩ দিন পর নিমগাছে দেওরের ঝুলন্ত দেহ! নদিয়ায় চাঞ্চল্য
জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপরতার সঙ্গে তিন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে চালান করা হয়েছে। বাকি দু’জনকেও দ্রুত গ্রেফতার করা হবে।’ নাবালিকার পরিবারের তরফে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *