Darjeeling Tourism : দার্জিলিং বেড়াতে গিয়ে শরীর খারাপ! কোথায় পাবেন ডাক্তার? সেভ করুন গুরুত্বপূর্ণ নম্বর – darjeeling hospital list and emergency number


দার্জিলিং, পায়ের তলায় সর্ষে রাখা বাঙালির অ্যাড্রিনালিন ক্ষরণে যথেষ্ট এই একটি শব্দই। ছুটি এক সপ্তাহ হোক বা দিন তিনেকের, দিঘা-পুরীর সঙ্গে তৃতীয় অপশন হিসেবে বরাবর পছন্দ দার্জিলিং। ইউএসপি সস্তায় থাকা-খাওয়া, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, এককথায় সম্পূর্ণ পয়সা উসুল।
Darjeeling Tour : শিলিগুড়ি থেকে পাহাড় যেতে নাকাল পর্যটকরা, বাড়তি ভাড়া চাওয়ার অভিযোগ
পাহা়ড়ের টানে প্রতিদিন হিমালয় পর্বতমালার পাদদেশের এই শহরে ছুটে আসেন হাজার হাজার মানুষ। তার মধ্যে অধিকাংশই বাঙালি। পর্যটকদের মন ভরাতে সদা তৈরি থাকে দার্জিলিংও। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয়, পাহাড়ের রানির খাবারও মন-প্রাণ ভরিয়ে দিতে সিদ্ধহস্ত। যুগের পর যুগ ধরে পর্যটকদের তৃপ্তির ঢেঁকুরের সাক্ষী দার্জিলিঙের অলিগলি।
Darjeeling Tour : দার্জিলিং পরিচ্ছন্ন রাখতে কঠোর পুরসভা, নিয়ম ভাঙলেই হতে পারে মোটা জরিমানা
গ্লেনারিজ থেকে কেভেন্টার্স, কুঙ্গা থেকে সদ্য তৈরি ক্যাফে হাউজ, রেস্তরাঁর স্বর্গরাজ্য দার্জিলিঙে গিয়ে খাওয়াদাওয়ার অনিয়ম করেননি এমন বাঙালির দেখা মেলা দুষ্কর। নিয়মের তোয়াক্কা না করে বেহিসেবি খাওয়া দাওয়া বহুক্ষেত্রে ডেকে এনেছে বিপদও। তখন ডাক্তার-অ্যাম্বুল্যান্স-হাসপাতালের খোঁজ নিতে গিয়ে আরেক চিত্তির।
Darjeeling Car Rental : সান্দাকফু থেকে শিলিগুড়ি, পর্যটক ভর্তি গাড়ি নিয়ে পাকদণ্ডীতে সাবলীল প্রথম মহিলা চালক পুনম
সেই মুশকিল আসানে এই প্রতিবেদন। দার্জিলিং শহর ও সংলগ্ন এলাকার হাসপাতালের ঠিকানা তুলে ধরা হল এই প্রতিবেদনে। পাঠকদের সুবিধার্থে দেওয়া হল ঠিকানা ও ফোন নম্বর। অনুরোধ, পরিচিতদের সঙ্গে শেয়ার করুন এই প্রতিবেদন। এবং নিজের প্রয়োজনে লিঙ্কটি সেভ করে রাখুন।

১. দার্জিলিং পাহাড়ের সবথেকে বড় হাসপাতালটি অবস্থিত চকবাজারের কাছে। দার্জিলিং জেলা হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোও পাহাড়়ে সর্বাধুনিক। সদর থানার পিছনে অবস্থিত হাসপাতালটি ৩০৮ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে অবশ্য ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তবে রাতবিরেতে শারীরিক সমস্যা হলে পাহাড়ে ভরসার একমাত্র হাসপাতাল এটিই।
নাম:Darjeeling District Hospital
ঠিকানা: Hill Cart Road, Near Darjeeling Police Station, Darjeeling – 734101
ফোন নম্বর: (0354) 225421
২. দার্জিলিং শহরের সব থেকে প্রাচীন হাসপাতাল ডিডিএমএ হাসপাতাল। ১৭৪ বছরের পুরনো এই হাসপাতাল অবশ্য পরিচিত প্ল্যান্টার্স হাসপাতাল হিসেবে। এখানে অত্যাধুনিক পরিষেবার অভাব থাকলেও প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে এই হাসপাতালের উপর ভরসা করাই যায়।
নাম: DDMA Hospital – Planters Hospital
ঠিকানা: 7 Nehru Road , , Planters Hospital, Darjeeling, West Bengal – , India
যোগাযোগ: 9332490262
৩.
নাম: TB Hospital, Darjeeling
ঠিকানা: Hill Cart Road, West Point, Darjeeling – 734101
৪.
নাম: Yuma Nursing Home And Diagnostic Center
ঠিকানা: 7/A, Ballen Villa Road, Darjeeling 734101
যোগাযোগ: (0354) 2257651
৫.
নাম: Mariam Nursing Home
ঠিকানা: N.B.Singh Road, Darjeeling
যোগাযোগ: (0354) 2254637
৬.
নাম: Tibetan Medical Clinic
ঠিকানা: 78/2, Hill Cart Road, Darjeeling – 734101, Near Punjab National Bank
যোগাযোগ: (0354)-2254735
৭.
নাম: Kurseong Sub Divisional Hospital
ঠিকানা: P.B Road, Kurseong, Pin 734203
যোগাযোগ: 8927315151



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *