Hooghly River : এবার মেগা প্রকল্প হুগলি নদীর জলপথের পরিকাঠামো উন্নয়নে – mega project to develop waterway infrastructure of hooghly river


তাপস প্রামাণিক
কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হুগলি নদীর উপর দিয়ে জলপথে যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত, মসৃণ ও প্রসারিত করতে কোমর বেঁধে নামছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে কলকাতা-সহ মোট ছ’টি জেলায় পেশাদার সংস্থাকে দিয়ে সমীক্ষা করানো হবে। ওই সব জেলায় জলপথে যাতায়াতের জন্য কী কী সুযোগ-সুবিধে রয়েছে, সেখানে কী ধরনের জলযান বর্তমানে চলাচল করে, কোথায় জলপথের পরিকাঠামো আরও উন্নত করা দরকার- সে সব দেখাই এই সমীক্ষার উদ্দেশ্য।

National Highway : জাতীয় সড়কে জমির জট ছাড়াতে বাংলায় কেন্দ্রের পরামর্শদাতা
এই বিষয়ে সাধারণ যাত্রীদেরও মতামত নেওয়া হবে। সেই রিপোর্টের ভিত্তিতে হুগলি নদীর জলপথ পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হবে রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, বিশ্বব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় হুগলি নদীর জলপথ পরিকাঠামো উন্নয়নে একটি মেগা প্রকল্প (ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট লজিস্টিক অ্যান্ড স্পেইশাল ডেভেলপমেন্ট প্রজেক্ট) হাতে নিয়েছে রাজ্য সরকার।

Consumer Forum West Bengal: ফ্ল্যাট থেকে আলপিন, ঠকে গেলে ক্রেতা সুরক্ষায় এই নম্বরগুলি কাজে আসবেই!
এই প্রকল্পের অধীনে দক্ষিণ ২৪ পরগনার রায়চক থেকে হুগলির ত্রিবেণী পর্যন্ত হুগলি নদীতে উন্নত মানের ফেরি টার্মিনাল, অত্যাধুনিক ফেরিঘাট-সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের কাজ হবে। তাতে কোন কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে, তার একটি তালিকা তৈরি করবে সরকার। সেই জন্য কলকাতার জলপথে যত সরকারি ও বেসরকারি ফেরি সার্ভিস রয়েছে, সে সব নিয়ে বিশদে অনুসন্ধান চালানো হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় শিগ্‌গিরি শুরু হবে সমীক্ষার কাজ।

CPIM West Bengal : ‘মানুষ পেটের ভাত চায়, কাজ চায়…’, সাম্প্রদায়িক অশান্তির বিরুদ্ধে ভাঙড়ে‌ মিছিল CPIM-এর
সরকারি তথ্য অনুযায়ী, হুগলি নদীতে রাজ্য পরিবহণ নিগমের মোট ৭৩টি লঞ্চ ও ভেসেল চলাচল করে। এর মধ্যে ৪৩টি প্যাসেঞ্জার ভেসেল। সেই সঙ্গে রয়েছে পাঁচটি রো-রো ভেসেল, যেগুলো যাত্রিবাহী গাড়ি, পণ্য-সহ মালবাহী গাড়ি পরিবহণ করে। হুগলি নদী জলপথ সোসাইটির অধীনে রয়েছে ২৫টি প্যাসেঞ্জার ভেসেল। পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ উন্নয়ন নিগমের হাতে রয়েছে ২০টি জলধারা ভেসেল।

Mamata Banerjee : হুগলি জেলা নেতৃত্বের সঙ্গে মমতা বৈঠক করবেন ২০শে
তা ছাড়া, চলাচল করে কয়েক হাজার বেসরকারি ফেরি। কোন ফেরি-রুটে কত মানুষ যাতায়াত করেন, জলযানগুলিতে কী ধরনের প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, সুরক্ষা ব্যবস্থা কেমন- এই সব বিষয় জানার চেষ্টা করবেন সমীক্ষকরা। সেই জন্য যাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের পর্যবেক্ষণ ও মতামত নেওয়া হবে।

Red Sandal Wood : জঙ্গলমহলের মাটিতেই হবে ‘পুষ্পার’র রক্তচন্দন
রাজ্য পরিবহণ নিগমের আধিকারিকরা জানাচ্ছেন, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় সব মিলিয়ে প্রায় ৩৪টি ফেরি রুট রয়েছে। ফেরি ঘাট রয়েছে ৫৯টি। কিন্তু সে সবের কোনও রুট ম্যাপ নেই। ফলে, যাত্রীরা অনেক সময়ে সমস্যায় পড়েন। তাঁদের উপর নজরদদারি চালাতেও প্রশাসনের অসুবিধে হয়। সেই জন্য এই সমস্ত ফেরি রুটের ম্যাপও তৈরি করা হবে। কোন কোন জেলায় সমীক্ষা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *