Jalpaiguri News : দশ বছরেও টনক নড়েনি প্রশাসনের! বেহাল রাস্তার কারণে ভোট বয়কটের ডাক জলপাইগুড়িতে – villagers block road protest due to non maintenance last ten years in jalpaiguri


West Bengal News : দশ বছর ধরে রাস্তার বেহাল দশা। হেলদোল নেই প্রশাসনের। সম্প্র্রতি চালু হওয়া ‘পথশ্রী’ প্রকল্পেও তাঁদের ভাগ্যে শিকে ছেঁড়েনি। অবশেষে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, বেঞ্চ পেতে বিক্ষোভ গ্রামবাসীরা। গ্রামবাসীদের হুঁশিয়ারি, রাস্তা সংস্কার না করা হলে পঞ্চায়েত ভোট বয়কট করা হবে।

টানা ৫ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ জলপাইগুড়ি সদর ব্লকের চাউলহাটি সড়কে রাহুত বাগান মোড়ে। অবরোধকারীদের বক্তব্য, রাহুত বাগান মোড় থেকে লাল মন্দির পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা গত ১০ বছর থেকে বেহাল। বহুবার বলার পরেও কোনও হেলদোল দেখা যায়নি প্রশাসন বা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের।

Malda News : রাস্তা না থাকায় বিয়ে হয় না বাসিন্দাদের! মালদার গ্রামে ভোট বয়কটের ডাক
সুতরাং পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তা সংস্কার না করা হলে ভোট বয়কট করা হবে বলে সাফ বক্তব্য অবরোধকারীদের। এই বিষয়ে খড়িয়া গ্রামপঞ্চায়েতর উপপ্রধান টেলিফোনে জানা, রাস্তা নিয়ে BDO কে জানান হয়েছে। আগামী কাল একটি বৈঠক ডেকেছেন BDO।

রাহুত বাগান মোড় থেকে লাল মন্দির পর্যন্ত ২ কিলোমিটার রাস্তায় গিদাল পাড়া, চন পাড়া, মালি পাড়া এলাকা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ওই রাস্তা দিয়ে দৈনিক কয়েক হাজার লোকের যাতায়াত। আবার বেশ কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীর এই রাস্তা ব্যবহার করে।

Pathashree Prakalpa : দীর্ঘ ৫ বছর হয়নি রাস্তার কাজ, পথশ্রী প্রকল্পের শিল্যান্যাস হতেই বিক্ষোভ কালচিনিতে
বেহাল রাস্তার কারণে দুর্ঘটনা লেগেই রয়েছে। গত ১০ বছর আগে একবার রাস্তা সংস্কার করা হয়েছিল। কিন্তু তার পরে আর রাস্তার কাজ করা হয়নি। পঞ্চায়েত বা জেলা পরিষদের এই উদাসীনতার কারণেই তারা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছেন বলে জানান।

এদিন রাহুত বাগান মোড়ে স্থানীয় মহিলা থেকে শুরু করে কচিকাচারা সকলেই রাস্তায় বেঞ্চ, গাছের গুড়ি ফেলে অবরোধ করে। ফলে রাস্তার দুই দিকে যানজটের সৃষ্টি হয়। স্থানীয় মহিলা বাসন্তী রায় বলেন, “রাস্তার অবস্থা এতটাই বেহাল যে বড় বড় গর্ত হয়েছে। বর্ষায় জল জমে যায়। ২ কিলোমিটার এই রাস্তা নিয়ে BDO, স্থানীয় পঞ্চায়েত প্রধান সকলকেই চিঠি করে জানান হয়েছে। তার পরেও কোনও ব্যবস্থা হয়নি।”

একই বক্তব্য স্থানীয় বাসিন্দা রিঙ্কু দত্তের। তিনি বলেন, “রাস্তার কারণে দুর্ঘটনা ঘটছে। গত দুই দিন আগে রাতে এক বয়স্ক ব্যক্তির বেহাল রাস্তার কারণে দুর্ঘটনার মুখে পড়েছেন।”

Hooghly News : নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ! ক্ষোভে কাজ বন্ধ গ্রামবাসীর
নির্বাচনের আগে রাস্তা সংস্কার না করা হলে ভোট বয়কট করা হবে বলে জানান তিনি। রাস্তা যাতে দ্রুত মেরামতি করা যায়, তার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস স্থানীয় প্রশাসনের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *